আল্লাহ রাসুল সম্পর্কে আকিদা
আল্লাহ রাসুল সম্পর্কে আকিদা pdf বই ডাউনলোড। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য [যাবিয়াত৫৬] । আর ইবাদত কবুল হওয়ার অন্যতম দু,টি শর্ত হল – [১] যাবতীয় ইবাতদ শুধুমাত্র তাঁর জন্যই নিবেদিত হতে হবে ।
যেমন – ছালাত , ছিয়াম , হজ্জ – যাকাত , নযর , – নিয়াম , যবেহ , কুরবানি , ভয়- ভীতি সাহায্য ,চাওয়া পাওয়া ইত্যাদি । [২] রাসুলল্লাহ [ছঃ] – এর অনুসরন করতে হবে অ উপরোক্ত শর্ত দু,টি সাথে আকীদ্বা – বিশ্বাস বিশুদ্ধ হওয়ার অতীব যরূরী।
আরও দেখুনঃ এক ব্রিটিশ গোয়েন্দার ডায়রি pdf বই ডাউনলোড
কনেনা সমস্ত নবী – রাসূল মানব জাতির আক্বীদা সংশোধেনের জন্য প্রেরিত হয়েছিলেন । অতএব , ইসলামের মৈীলিক বিষয় আক্বীদা যা মানুষকে পরিপূন্যরূপে ইসলামের দিকে প্রবেশ করাতে পারে । আমরা অধিকাংশ মানূষ নিজেদেরকে মুসলিম দাবী করলেও আমাদের মধ্যে আল্লাহ ও রাসূল [ছঃ] ইসলামের গন্ডি থেকে বের দৌয়ার জন্য যতেষ্ট।
অত্র বইয়ের আল্লাহ ও রাসূল [ছঃ] সম্পর্কিত কয়েকদিন আক্বীদা আলোচনা করা হয়েছে – এ বইটি পাঠকদের সামান্যতম উপকারে আসলে আমরা আমাদের শ্রম সার্থক মনে করব । বিজ্ঞ পাঠক মহলের কাচে সুচিন্তিত পরামর্শ কামনা করছি ।
আরও দেখুনঃ ঈমানি দুর্বলতা pdf বই ডাউনলোড
বইটি প্রণয়নে যারা আমাকে পরামর্শ দিয়েছেন এবং আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন , তাদের , প্রতি আমি কৃতজ্ঞ ।আল্লাহ তাদের সকলকে উওম প্রতিদান দান করূক । আর এ ক্ষুদ্রকর্মের বিনিময়ে মানূষের আক্বীদা সংশোধেনের মাধ্যমে সমাজের সকল কুসংস্কার দূর করে মহান আল্লাহর দরবারে জান্নাত কামনা করছি।
তিনি আমাদের এ প্রচেষ্টা কবুল করূন আমীন । অনেকের বিশ্বাস আছে যে , আল্লাহ সর্বত্র বিরাজমান । অথচ মহান আল্লাহ বলেছেন , তিনি আরশের উপর সমাসীন । এ মর্মে পবিত্র কুরআন ৭ টি আয়াত বর্ণিত হয়েছে । রাসুলল্লাহ [ছঃ] ও বলেছেন আল্লাহ আসমানে আছেন । তাছাড়া সকল ইমামই বলেছেন , আল্লাহ আসমানে আছেন । এর পরও যদিও বলা হয় , আল্লাহ সর্বত্র বিরাজমান তাহ,লে কি ঈমান থাকবে এবং কবুল হবে ?।
আরও দেখুনঃ ইলুমিনাতি শর্ট pdf বই ডাউনলোড
নিচে আল্লাহ রাসুল সম্পর্কে আকিদা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.41 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ হাফেজ আব্দুল মতিন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ