আই লাভ কুরআন pdf বই ডাউনলোড । যখনই কুরআন কারীম তিলাওয়াত করতে বসতাম, তিনি চুপটি করে শুনতেন। কুরআন কারীমের প্রতি তাঁর অপরিসীম মহব্বত ছিলো। একবার আবেগের বশে ঘোষণা দিয়েছিলেন, হিফযের খতম শেষ করতে পারলে, মোটর সাইকেল কিনে দেবেন।
খুশিমনে দ্রুত খতম শেষ করতে উঠে পড়ে লেগেছিলাম। এমন সময় খতম শেষ হলো, যখন তার একটুও আর্থিক সঙ্গতি ছিলো না। এ-নিয়ে সেই ছোট্ট বয়েসেও মনের কোথাও বিন্দুমাত্র হাহাকার ছিল না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আই অ্যাম মুসলিম pdf বই ডাউনলোড
- আই অ্যাম মালালা pdf বই ডাউনলোড
- ইসলামি বসন্তের ১০০টি মিথ্যা pdf বই ডাউনলোড
- আইএস এর সম্পূর্ণ ইতিহাস pdf বই ডাউনলোড
- সীরাত বিশ্বকোষ ১ম খন্ড pdf বই ডাউনলোড
- যাকাত pdf বই ডাউনলোড
ওটা ছিল কুরআনের প্রতি ভালোবাসায় আপ্লুত এক গরীব পিতার আবেগ-থরথর উক্তি! একজন কুরআনে হাফেজের পরিতৃপ্ত পিতা হতে চাওয়া মানুষের ব্যাকুল মনের আকুলি উক্তি।
এক ঈদের সকালে, ঈদের জামাতের পর, ক্বারী আবদুল বাসেত রহঃ এর কেরাত শুনছি। সেই প্রাচীনকালের তিন ব্যাটারিরর ফিলিপস টেপরেকর্ডারে। সূরা তাকভীর তিলাওয়াত করছিলেন তিনি। ছোটবোন হাপুস নয়নে কাঁদতে কাঁদতে এসে বলল, আব্বু কাঁদছেন! বিচলিত হয়ে আব্বুর কাছে ছুটে গেলাম।
ঈদের দিন পিতার কান্না সন্তানের জন্য মোটেও সুখকর বিষয় নয়। না, অন্য কিছু নয়, কুরআন কারীমের তেলাওয়াত শুনে কাঁদছেন। শুদু কান্না বললে, পুরোটা বলা হয় না, তিনি আসলে ডুকরে ডুকরে কাঁদছিলেন। মাঝে মধ্যে হেঁচকিও উঠছিলো।
কুরআন কারীম শুনে কেউ কাঁদে, তাও এভাবে আকুল হয়ে, সেটা আব্বুকে দেখেই প্রথম জানলাম। দৃশ্যটা সারাজীবনের জন্যে হৃদয়পটে আঁকা হয়ে গেলো।
আব্বার কথা মনে পড়লেই সূরা তাকভীর শুনি। হুবহু সেই কেরাত। পাথরদিল সহজে নরম হতে চায় না। তবুও কেন যেন দু’চোখ ভিজে ওঠে। বাবার স্মৃতি? কুরআন কারীমের প্রভাব?
বাবান নেক সন্তান হতে পারি নি। কুরআন কারীম হিফয করলেও, আখেরাতে সুপারিশ করতে পারার মতো আমল নেই। রাব্বে কারীম আব্বাকে জান্নাতবাসী করবেন, এটাই জীবনের পরম চাওয়া। তারপরও সন্তান হিসেবে যদি সুপারিশ করতে পারার যোগ্যতা অর্জন করতে পারতাম, ভালো লাগত।
আমলের দরজা দিয়ে এই যোগ্যতা অর্জন করা সম্ভব হবে না। একটা পথই বাকী থাকে, শাহাদাহ। দ্বীনের পতাকাকে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যে, কুফরের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় রক্তাক্ত শাহাদাহ।।
এই, আর একটা কথা বলে নেই, আমাদের এই সংকলন সবার জন্যে নয় । যারা কুরআন কারীম সম্পর্কে মোটামুটি ধারণা রাখে, জানাশোনা রাখেন, তারা এই সংকলনে নতুন কিছু পাবেন না।
নিচে আই লাভ কুরআন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | শুদ্ধি |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 49 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আতিক উল্লাহ |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।