এক মুসলিম চিকিৎসকের গল্প pdf বই ডাউনলোড। যাইহোক, মৃত্যুদন্ড এবং যালেমদের বিরুদ্ধে পাশাপাশি, আরো কিছু উপায়ে মানুষের জীবন বাচাঁনো যেতে পারে। এমন একটি উপায় হলো চিকিৎসাবিজ্ঞান। এভাবে চিকিৎসাবিদ্যার জ্ঞান অর্জন ও চর্চা, মুসলিমসম্প্রদায়ের উপর একটি সামাজিক আবশ্যিক বর্তব্যে পরিণত হয়েছে।
নিঃসন্দেহে, মেডিকেল চিকিৎসকরা মুসলিম উম্মার এক অপরিহার্য সম্পদ এবং জিহাদের ময়দানে মুজাহিদদের বাচাঁতে ও শত্রুদের আক্রমণে হতাহত সাধারণ নাগরিকদের জীবন রক্ষায় তাদের দক্ষতাার খুব বেশি প্রয়োজন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জীবন যেখানে যেমন pdf বই ডাউনলোড
- সাহাবায়ে কেরামের গল্প pdf বই ডাউনলোড
- অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ pdf বই ডাউনলোড
- হাদীছের গল্প pdf বই ডাউনলোড
- সাহসী মানুষের গল্প ৩য় খন্ড pdf বই ডাউনলোড
যাইহোক, দুঃজনকভাবে, এই চিকিৎসাজগতের খুব কম মানুষই আছেন যারা মুজাহিদীন এবং যেসকল সাধারণ মুসলিম জনগণকে বাচাঁতে মুজাহিদগণ যুদ্ধ করেন, তাদরকে সহায়তা ও সেবা প্রদানের উদ্দেশ্য জিহাদের ময়দানে যোগদান করার মাধ্যমে আল্লাহ দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন।
তাই, আর রিসালাহ এমন একজন ডাক্তারের কাহিনী বর্ণ করতে পেরে অত্যন্ত গর্বিত যিনি শামের মুজাহিদ ও মুসলিমদেরকে সেবা প্রদানের উদ্দেশ্য ইউরোপ থেকে হিজরত করে এসেছেন। ডাক্তার আহমেদ বলেন; ইউরোপে আরামদায়ক জীবনযাপনের সময়, আমি মিডিয়ার খবরগুলো খেয়াল করতে শুরু করি। যার মধ্যে সিরিয়াতে চিকিৎসক সংকটের খবর লক্ষ্য করার মত; মৃত্যু এবং দুর্ভোগ ঐ ভুমির মুসলিমদের নিত্যদিনের ঘটনা।
শরীয়ার দাবি অনুযায়ী, একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার হিসেবে আমার উপর সিরিয়ার এসমস্ত নিপীড়িত ও অবহেলিত মুসলিমদের অধিকার রয়েছে। আমি অনেক আলেমদের সাথে আলোচনা করেছি। তারা আমাকে জানিয়েছেন যে, যোগ্যতাসম্পন্ন চিকিৎসকদের এই সংকটপূর্ণ অবস্থায় আমার এ আমার ন্যায় অন্যান্য ডাক্তারদের উপর সিরিয়াতে হিজরত করা ফরজ, যাতে আমরা তাদের তীব্র বেদনাদায়ক শূন্যস্থানগুলো পূর্ণ করতে পারি।
প্রকৃতপক্ষে, ধর্মীয় দৃষ্টিকোন থেকে এটা আমার উপর অবশ্যপালনীয়। দায়িত্ব; কেননা, জিহাদ এখন ফরজে আইন, যেহেতু সিরিয়ার মুসলিমদের জন্য এখন সার্জন, ডক্টর, নার্স এবং অন্যান্য দক্ষ পেশাজীবিদের ভীষণ অভাব রয়েছে। পাশাপাশি, যেহেতু পশ্চিমাবাদের মুসলিম মেডিকেল পেশাজীবরিন কোন চাহিদা নেই, তাই মুসলিম উম্মাহর সদস্য হিসেবে ইসলামের শত্রুদের চেয়ে বরং মুসলিমরা্ আমার সেবা পাওয়া বেশি হকদার। বিশ্বের সর্বত্র যেন শাক, ইরাক, আফগানিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন ও আরো অসংখ্য দেশের মুসলিমরা যখন প্রাথমিক চিকিসা সেবায় মারাত্মক সংকটে।
নিচে এক মুসলিম চিকিৎসকের গল্প pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হামিদিয়া লাইব্রেরী লিমিটেড |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |