সুনানে নাসায়ী শরীফ ১ম খন্ড pdf বই ডাউনলোড। সিহাহ সিত্তাহর হাদীস গ্রন্থসমূহের মধ্যে সুনানু নাসাঈ শরীফ অন্যতম। ইমাম আবূ আবদির রাহমান আহমদ ইবন শু’আয়ব আন-নাসাঈ রঃ (৮৩০-৯১৫ খ্রিঃ) এই হাদীস গ্রন্থটি সংকলন করেন। মহানবী সাঃ এর বিশুদ্ধ হাদীসসমূহ সংকলনের উদ্দেশ্যে তিনি আরব দেশসমূহের বিভিন্ন অঞ্চল সফর করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফল শ্রুতিতে িএই গ্রন্থটি সংকলিত হয়।
আল-কুরআন মাসব জাতির হিদায়েত ও পথ-নির্দেশনা, আর হাদীস ও সুন্নাহ কুরআনের ব্যাখ্যঅ-বিশ্লেষণ। এজন্য ইসলামী জীবন-বিধানে কুরআনর পরেই হাদীস ও সুন্নাহর স্থান। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাঃ উদাত্তকন্ঠে আহবান জানিয়েছেন, “আমি তোমাদের মধ্যে দু’টো জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এ দু’টো আঁকড়ে থাকবে ততদিন কখনও পথভ্রষ্ট হবে না। এ দু’টো জিনিস হচ্ছে কুরআন ও সুন্নাহ”। প্রকৃতপক্ষে হাদীস বাদ দিয়ে কুরআনর মর্মার্থ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ পবিত্র কুরআন হলো সংক্ষিপ্ত, ইংগিতধর্মী ও ব্যঞ্জনাময় আসমানী কিতাব। হাদীস হলেঅ পবিত্র কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সুনানে ইবনে মাজাহ ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ইমাম নাসাঈ রহঃ জীবনী pdf বই ডাউনলোড
- সুনানে নাসায়ী শরীফ ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- সুনানে নাসায়ী শরীফ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৮ম খন্ড pdf বই ডাউনলোড
মানব সভ্যতার বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন-বিধান হিসেবে মনোনীত করেছেন। ইসলামের শাশ্বত ও চিরন্তন বাণী কুরআন ও হাদীসের মাধ্যমেই আমরা পেয়েছি। কুরআন শরীফ হচ্ছে তাত্ত্বিক বিধি-বিধান সম্বলিত আসমানী গ্রন্থ, হাদীস হচ্ছে তার প্রায়োগিক বিশ্লেষণ।
আর সুন্নাহ হচেছ তার বাস্তবায়নের নমুনা। কুরআন শরীফে আল্লাহ তায়ালা ঘোষণা দিয়েছেন, ‘নিশ্চয় রাসূল সাঃ এর মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা বা সর্বোত্তম আদর্শ রয়েছে। হাদীস শরীফে হযরত আয়েশা রাঃ কর্তৃক বর্ণিত হয়েছেঃ “রাসূল সাঃ এর চরিত্র হচ্ছে কুরআনের বাস্তব রূপ”।
কুরআন বুঝতে হলে হাদীসের অপরিহার্যতা অনস্বীকার্য। মহানবী সাঃ এর লক্ষ লক্ষ হাদীস থেকে যাচাই-বাচাই করে হাদীস গ্রন্থসমূহ সংকলিত হয়েছে। তন্মধ্যে বিশুদ্ধতার মানদন্ডে ছয়টি হাদীস গ্রন্থকে সর্বোচ্চ মর্যাদা দেয়অ হয়েছে। এগুলোকে সিহাহ সিত্তাহ বা বিশুদ্ধতম ছয়টি হাদীস গ্রন্থ বলা হয়।
নিচে সুনানে নাসায়ী শরীফ ১ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ সুনানে নাসাঈ শরীফ হাদিস গ্রন্থ বইয়ের সাইজঃ 11.২ MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের সংকলনঃ ইমাম আবূ আবদির রাহমান আহমদ ইব্ন শু’আয়ব আন- নাসাঈ রহঃ অনুবাদঃ ইসলামিক ফাউন্ডেশন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ