দাম্পত্য রসায়ন pdf বই ডাউনলোড। নারী-পুরুষের মধ্যকার পার্থক্য বায়োলজিক্যাল নাকি সোসিওলিজক্যাল? অনেকে তো মনে করেন- ছোটো বয়সে ছেলেকে মেয়ের খেলনা দিলে আর মেয়েকে ছেলের খেলনা দিলে বড়ো হয়ে ছেলের মানসিকতা মেয়ের মতো আর মেয়ের মানসিকতা ছেলের মতো হয়।
যদিও বাস্তব গবেষণায় দেখা গেছে- (সূত্র:brainsex-Anne Moir, David Jessel) নারী-পুরুষ উভয়ই আলাদা সত্তা। তাদের আলাদা চাহিদা, কামনা ও শক্তি। রয়েছে আলাদা অনুভুতি, অনুভুতির মাত্রা ও আকাঙক্ষা। ঠিক এই ব্যাপারগুলো না বোঝার কারণে দাম্পত্যজীবনে শুরু হয় মান-অভিমান; এমনকি মামলা মোকাদ্দমাও। অভিযোগ উঠে জোর করে যৌন সম্পর্ক করার।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দাম্পত্য জীবনের লেখা pdf বই ডাউনলোড
- আদর্শ বিবাহ ও দাম্পত্য pdf বই ডাউনলোড
- দাম্পত্য জিবনের সমস্যা সমাধান pdf বই ডাউনলোড
- ৫০টি দাম্পত্য টিপস pdf বই ডাউনলোড
- অধঃপতনের অতল তলে pdf বই ডাউনলোড
দাম্পত্যজীবনে জোর করে যৌনসম্পর্ক কতটা বুদ্ধিদীপ্ত, কতটা সঠিক, সে বিতর্কে না গিয়ে প্রাকৃতিকভাবেই অন্তরঙ্গতার। ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে পার্থক্যের বোঝাপড়াটা অতন্ত জরুরি। আর এই প্রাকৃতিক পার্থক্য না জানার কারণে অনেক দম্পতির মধ্যে যৌন অন্তরঙ্গতায় কেউ একাকিত্বে ভোগে, কেউ-বা বিষন্নতায়। রোমান্টিসিজমের বিচক্ষণতা যৌনজীবনে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আশা করি আপনারা যদি বইটি পড়েন তাহলে দাম্পত্য জীবনে সুখি হওয়ার মুল মন্ত্র পাওয়া যাবে আশা করি। ইসলামের বিধান অনুযায়ী দাম্পত্য জীবন সুন্দর করেন। আর বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
দাম্পত্য সম্পর্ক নিয়ে ইসলাম আমাদের ক্রিস্টাল ক্লিয়ার নির্দেশনা উপহার দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে কেবল জানাশোনার অভাবে আমরা নিজেদের মতো এক দাম্পত্য দুনিয়া তৈরি করেছি, যেখানে স্বামী কিংবা স্ত্রী নিজ নিজ অবস্থান ও বুঝের মধ্যে দিয়ে যেতে চায়। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে। অভিমান, অভিযোগ, ভুল,বোঝাবুঝি, বিতৃষ্ণা, অবজ্ঞা, উপেক্ষা, দূরত্ব এবং এই ধারাবাহিকতায় চুড়ান্ত বিচ্ছেদ।
প্রতিদিন আমরা দুঃসংবাদের মুখোমুখি হচ্ছি। স্বামী-স্ত্রীর দূরত্ব বাড়ছে, পরিবার ভেঙে যাচ্ছে। মুসলিম পরিবারগুলোতেও এই ভয়ংকর দানব হাত বাড়িয়েছে। অথচ ইসলামের মৌল অহংকারের জায়গাটাই হচ্ছে পরিবার। পরিবার সিস্টেম ভেঙেছে তো ইসলামের বুনিয়াদি চর্চার হাত-পা ভেঙে যাচ্ছে।
কেন এমন হচ্ছে? কখনোই আমরা সমস্যা্র গভীরে পৌঁছতে চাই না। জেদ, দাম্ভিকতা, আত্মবুঝের আলোকে সব সমস্যা চাপা দিতে চাই। স্বামিত্ব, কিংবা স্বীত নিয়ে আমরা এক প্রান্তিকতার মধ্য বসবাস করি। স্বামী তার স্ত্রীর চোখ দিয়ে কিংবা স্ত্রী তার স্বামীর চোখ দিয়ে জগৎ-সংসারকে দেখার চেষ্টাই করে না। পারবারিক সংকটে উভয়ের মনোজগৎকে জানাটা খুব জরুরি।
নিচে দাম্পত্য রসায়ন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | দাম্পত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.71 MB |
প্রকাশ সালঃ | সাল |
বইয়ের লেখকঃ | ড. ইয়াসির ক্বাদি |
অনুবাদকঃ | ফাতেমা মাহফুজ |