আল আযকার pdf বই ডাউনলোড। উলামায়ে কেরাম দুআ, যিজকির-আজকার ও দৈনন্দিন আমলের অনেক কিতাব লিখেছেন। কিন্তু সেগুলো সনদ এবং তাকরারের কারণে দীর্ঘ হয়ে গেছে। ফলে সাধারণ পাঠকেরা সেগুলো থেকে উপকৃত হতে পারে না। তাই আমি আগ্রহী পাঠকদের জন্য বিষয়টি সহজ করার ইচ্ছা করলাম।
আগ্রহীদের জন্য সহজকরণার্থে মধ্যমপন্থা অবলম্বন করে আমি সংক্ষিপ্তকারে কিতাবটি লিখতে শুরু করলাম। সংক্ষিপ্ত করার জন্য বেশিরভাগ জায়গায় সনদ উল্লেখ করিনি। এছাড়াও যেহেতু কিতাবটি ইবাদতকারীদের জন্য লেখা হয়েছে, সনদ অনুসন্ধানকারীদের জন্য লেখা হয়নি, তাই সনদর উল্লেখ কোন প্রয়োজন নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- টুপি বিষয়ক রিসালা pdf বই ডাউনলোড
- কার ইবাদত করব কেন করব pdf বই ডাউনলোড
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
বরং ইবাদতকারীদের বেশিরভাগই সনদ উল্লেখকে অপছন্দ করেন। এছাড়াও কিতাবের উদ্দেশ্য যেহেতু জিকির-আজকার ও অজিফা সম্পর্কে জানা এবং সে অনুযায়ী আমল করা, আলোর পথ সন্ধানীদের কাছে অজিফাগুলো স্পষ্ট করা, তাই এখানে সনদ উল্লেখ না করাটাই যুক্তিসঙ্গত মনে হয়েছে।
তবে আমি এখানে সনদের পরিববর্তে তারচয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব, যদ্দার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেটি হল, হাদিসের হুকুম-যে হাদিসটি সহিহ, হাসান, যাঈফ না কি মুনকার। কারণ, এবিষয়টি সকলেরই প্রয়োজন। অবশ্য বিজ্ঞ মুহাদ্দিগণের এগুলোর প্রয়োজন নেই, যাদের সংখ্যা একেবারেই নগন্য।
হাদিসের হুকুম জাানা অতি প্রয়োজনীয় একটি বিষয়। ফলে পাঠকের কাছে হাদিস বিশারদ ও অনুসৃত বিজ্ঞ ইমামগণের বক্তব্য জানা হয়ে যাবে। আমি এর সঙ্গে ইলমুল হাদিসের সুন্দর সুন্দর বিষয়, ইলমুল ফিকহের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়, নিয়ম-নীতির গুরুত্বপূর্ণ বিষয়, আত্মশুদ্ধি ও আদব- কায়দার বিষয়গুলো উল্লেখ করব, যেগুলো জানা হেদায়েতের পথে পথিকের জন্য খুবই জরুরি।
এসবই আমি স্পষ্টভাবে উল্লেখ করব যাতে সাধারণ মানুষ ও জ্ঞানীদের বুঝা সহজ হয়। সহিহ মুসলিম শলিফে বর্ণিত আছে- অর্থাৎ- আবু হুরায়রা রাদি, বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি হেদায়েতের পথে মানুষকে ডাকে সে ব্যক্তি তার ডাকে সাড়া দানকারীদের সমপরিমাণ সওয়াব পাবে। এটা অনুসারীদের সওয়াবে কোন কমতি সৃষ্টি করবে না।
নিচে আল আযকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুস সুন্নাহ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 104 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম আন নববী |
বইয়ের অনুবাদকঃ | মুফতি মাহবুবুর রহমান খান |