চিন্তা চেতনার ভুল pdf বই ডাউনলোড। শুরুতে “চিন্তা” ও “চেতনা” শব্দ দু’টোর অর্থ ও উভয়ের মধ্যকার পার্থক্য সম্বন্ধে একটু জেনে নিতে হয়। প্রথমে চেতনা তারপর চিন্তা শব্দ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে।
“চেতনা” শব্দটি মূলত উদ্ভূত হয়েছে চেত থেকে। চেত থেকে চেতন (চেত+অন=চেতন), চেতন থেকে চেতনা (চেতন+আ=চেতনা)। চেত অর্থ চিত্ত, মন, হৃদয়, অন্তকরণ।
এ থেকে শব্দটি যখন হয় চেতন তার অর্থ হয় মনের বা হৃদয়ের জীবন্ত হওয়া, সজীব হওয়া। তাই জাগ্রত অবস্থাকে বলা হয় চেতন, কেননা জাগ্রত অবস্থায়ই মন সজীব তথা সক্রীয় থাকে । জাগ্রত অবস্থায় যেহেতু টের পাওয়া যায়, তাই চেতন পাওয়া অর্থ টের পাওয়া। আর টের পাওয়া অর্থ হুঁশ হওয়া, জ্ঞান হওয়া, সংজ্ঞা পাওয়া, অনুভূতি লাভ হওয়া। চেতনা শব্দটি এই হুঁশ, জ্ঞান, সংজ্ঞা ও অনুভূতি অর্থে ব্যবহৃত হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
“চিন্তা” অর্থ ভাবনা। এই চিন্তা বা ভাবনা হচ্ছে চিন্তন ক্রিয়াকে এগিয়ে নেয়া। চিন্তন অর্থ মনকে চালানো। অতএব চিন্তা অর্থ হচ্ছে মন চালানোর কাজকে এগিয়ে নেয়ার প্রক্রিয়া বিশেষ তথা মনের মধ্যে যে হুঁশ, জ্ঞান, সংজ্ঞা ও উনুভূতির জাগরণ ঘটে সেগুলোকে করণীয় গন্তব্যে এগিয়ে নেয়ার প্রক্রিয়া।
এই হুঁশ, জ্ঞান, সংজ্ঞা ও অনুভূতিকে যেহেতু চেতনা বলা হয় আর চিন্তা হচ্ছে এগুলোকেই এগিয়ে নেয়া, তাই বলা যায় চিন্তা হচ্ছে চেতনাকে এগিয়ে নেয়ার প্রক্রিয়া। অনেক সময় কোন কিছু নিয়ে চিন্তা করার পরও ভিন্ন একটা চেতনা জাগ্রত হতে পারে, সেই হিসেবে কিছু চেতনা চিন্তার পরবর্তী স্তরও হয়ে থাকে। তবে সেই চেতনার পরও সেটাকে এগিয়ে নেয়ার জন্য চিন্তার প্রক্রিয়া চলমান থাকে। তাই সার্বিক বিবেচনায় চেতনা হচ্ছে চিন্তার পূর্ববর্তী স্তর।
বস্তুত চিন্তার চেয়ে চেতনার জন্ম হয় আগে। আগে চেতনা তারপর চিন্তা। যেমন আপনার মধ্যে ক্ষুধার অনুভূতি জাগল, অর্থাৎ আপনার ক্ষিদে পেল, এটা হচ্ছে একটা চেতনা। এই চেতনা জাগ্রত হওয়ার পর আপনার মন এই চেতনাকে এগিয়ে নিল অর্থাৎ কীভাবে ক্ষুধা নিবারণ করা যায়, তার ব্যবস্থা কি হবে, কখন ক্ষুধা নিবারণ করতে হবে ইত্যাদি নিয়ে ভাবল, এই ভাবনা তথা চেতনাকে এগিয়ে নেয়ার কাজটিই হচ্ছে চিন্তা।
নিচে চিন্তা চেতনার ভুল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 39 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুঃ হেমায়েত উদ্দীন |
বইয়ের অনুবাদকঃ |