রোযার মাসায়েল pdf বই ডাউনলোড। রোযার মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস, আল্লাহ তা’য়ালার বিশেষ রহমত ও বরকতসমূহের মাস, ধৈর্য্যের মাস, রিজিক বৃদ্ধির মাস, সহানুভূতি ও সহনশীলতার মাস, জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে মুক্তি অর্জনের মাস।
রমযান মাস সারা বিশ্বের মুসলমানদের জন্য সুষ্ট চিন্তাধারা, জিকির, তাসবীহ-তাহলীল, তেলাওয়াত, নফল ইবাদত সমূহ, ছদকা-খয়রাত ইত্যাদি ইবাদত আদায়ের আন্তর্জাতিক মওসুম । যাতে প্রত্যেক মুসলমান নিজ নিজ ঈমান ও তাকওয়া মতে উপকৃত হয়ে হৃদয়ের প্রশান্তি ও চোখের শীতলতা অর্জন করে থাকে । ইবাদতের এই আন্তর্জাতিক বসন্তকালের সঠিক দৃশ্য যদি কেউ দেখতে চায় তাহলে এই পবিত্র মাসের বরকতপূর্ণ রাত দিনে বায়তুল্লাহ শরীফে গিয়ে দেখতে পারে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নামায রোযার হাকীকত pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- রমাদান তৃষাতুর অপেক্ষা pdf বই ডাউনলোড
যেখানে দিনে জিকিরের মাহফিল, তেলাওয়াতে কোরআনের মজলিস, মাসায়েল ও ইসলামী বিধি-বিধান বর্ণনার হালকা, তাওয়াফকারীদের আশেকী ভিড় এবং রাত্রে কিয়ামুল্লায়লের হৃদয়স্পর্শী ও ঈমান বৃদ্ধিকর দৃশ্য পাপীর চেয়ে পাপীর হৃদয়েও ইবাদতের আগ্রহ সৃষ্টি করে। রমযানুল মোবারকের শেষ দশ তারিখে আল্লাহর প্রিয় বান্দাদের হেরম শরীফে উপস্থিতিতে সৌন্দর্য্য আরো বেড়ে যায় ৷
একটু ভেবে দেখুন ‘মাতাফ’ (অর্থাৎ আল্লাহর ঘরের চতুর্পার্শ্বে তাওয়াফ করার জায়গা) এর কিছু অংশ বাদ দিয়ে বাকী সম্পূর্ণ মাতাফ, মসজিদুল হারামের দৈর্ঘ্য প্রস্থের বিশাল দেউড়ী, প্রথম তালা এবং তার উপরের ছাদ ইত্যাদি সব জায়গা লোকে ভরে গেছে কোথাও তিল পরিমাণ জায়গাও খালী নেই।
অর্ধ রাতের নিরব নিস্তব্ধ মুহূর্ত, চোখের সামনে কালো রেশমী গেলাফে ঢাকা আল্লাহর ঘর, উপরে খোলা আসমান এবং আকাশের অন্তিম প্রশস্ততা, প্রথম আসমানে আল্লাহপাকের উপস্থিত হওয়ার ভাবনা, আল্লাহর নূর এবং তাজাল্লীর এই হৃদয়স্পর্শী পরিবেশে যখন ইমামে হেরম তেলাওয়াত করেন মনে হয় যেন এক্ষণি কোরআন অবতীর্ণ হইতেছে। ইমামে কাবার হৃদয় নিংড়ানো কণ্ঠ শুনলে মনে হয় যেন আকাশ চিরে সোজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
“ربنا ولا تحملنا مالا طاقة لنا به واعف عنا واغفرلنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكفرين.
“হে আমাদের প্রভু! আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিওনা, যা বহন করার শক্তি আমাদের নেই । আমাদের পাপমোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর, তুমিই আমাদের মাওলা । সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।
নিচে রোযার মাসায়েল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রোজা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 32 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ ইকবাল কিলানী |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মাদ হারুন আজিজী নদভী |