অন্তরের আমল দ্বীনদারি
অন্তরের আমল দ্বীনদারি pdf বই ডাউনলোড। অন্তরের আমলসমূহের অন্যতম আমল হল, পরহেজগারি ও দ্বীনদারি। পরহেজগারি ও দ্বীনদারি হল, তাকওয়া, পরহেজগারি ও আল্লাহ রাব্বুল আলামীন এর ভয় ছাড়া ঈমানদারি চলে না। মনে রাখতে হবে, দ্বীনদারি মানবাত্মা ও অন্তরকে যাবতীয় নাপাকী-অপবিত্রতা থেকে পবিত্র করে এবং বিভিন্ন ধরনের মানবিক ব্যাধি-হিংসা, বিদ্বেষ, পরশ্রিকাতরাতা ইত্যাদি হতে মুক্ত করে।
পরহেজগারি ও দ্বীনদারি হল, ঈমানী বৃক্ষের ফল এবং ঈমানের সৌন্দর্য। দ্বীনদারি ছাড়া ঈমান, ফল ছাড়া বৃক্ষের মত। ঈমানের পরিপূর্নতা জন্য দ্বীনদারি আবশ্যক। তবে দ্বীনদারি কি তা আমাদের অবশ্যই জানা থাকতে হবে। আমরা অনেকেই পরহেজগারি ও দ্বীনদানি কি তা জানি না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তরের আমল দ্বীনদারি pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- অপরাধ প্রতিরোধে ইসলাম pdf বই ডাউনলোড
- মরু সিংহ pdf বই ডাউনলোড
- অন্তরের ব্যাধিসমূহ তাদের চিকিৎসা pdf বই ডাউনলোড
এ জন্য পরহেজগারি ও দ্বীনদারি সম্পর্কে আলোচনা খুবই জরুরি। যাতে আমরা কোনটি দ্বীনদারি আর কোন গোড়ামি তা জানতে ও বুঝতে পারি। আল্লামা তাউস রহ. বলেন, ঈমানের দৃষ্টান্ত হল, বৃক্ষের মত, তার মূল, কান্ড ও ডাল-পালা হল, এ কথার সাক্ষ্য দেয়া, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামীন এর রাসুল।
আর ঈমান বৃক্ষের ফল হল, পরহেজগারি ও দ্বীনদারি। যে বৃক্ষের ফল নাই তার মধ্যে কোন উপকারিতা নাই । আর যে লোকের মধ্যে দ্বীনদারি নাই তার মধ্যে কোন কল্যাণ নাই। কাসেম ইবনে উসমান রহ. বলেন, পরহেজগারি ও দ্বীনদারি হল, দ্বীনের খুটিঁ ।
আরো মনে রাখতে হবে আসল ইবাদতই হল দ্বীনদারি অর্জন করা। হারেস ইবন আসাদ আল-মুহাসেবী রহ. বলেন, আসল ইবাদত হল, দ্বীনদারি । কাসেম আল-জুয়ী রহ. বলেন, দ্বীনের মূল হল, পরহেজগারি ও দ্বীনদারি অবলম্বন করা। দ্বীনদারি হল একজন বান্দার যোগ্যতার আসল প্রমাণ।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারা উভয়ে বলেন, তোমরা কোন মানুষের সালাত ও সওমের দিকে দেখে তার দ্বীনদারি বিচার করবে না। যখন কথা বলে সত্য বলে কিনা তা দেখবে ইত্যাদি।
নিচে অন্তরের আমল দ্বীনদারি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.75 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ অনুবাদঃ জাকের উল্লায় আবুল খায়েরডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ