আল লু লু ওয়াল মারজান pdf বই ডাউনলোড। আবূ হুরায়রাহ রহঃ হতে বর্ণিত। তিনি বলেন একদা আল্লাহর রাসূল সাঃ জনসমক্ষে উপবিষ্ট ছিলেন, এমন সময় তারঁ নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ঈমান কি তিনি বললেন: ঈমান হল, আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তারঁ ফেরেশতাগণের প্রতি, কিয়ামাতের দিন তারঁ সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তারঁ রাসূলগণের প্রতি। আপনি আরো বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কী?।
তিনি বললেন, ইসলাম হল, আপনি আল্লাহর ইবাদাত করবেন এবং তারঁ সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফারয যাকাত আদায় করবেন এবং রমাযান-এর বিয়ামব্রত পালন কবেন। ঐ ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইহসান কী? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদাত করবেন যেন আপনি তাকেঁ দেখছেন, আর যদি আপনি তাকেঁ দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কালেক্টেড ৯ম pdf বই ডাউনলোড
- আহলে সুন্নাত ওয়াল জমায়াত pdf বই ডাউনলোড
- আরকানুল ইসলাম ওয়াল ঈমান pdf বই ডাউনলোড
- ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ pdf বই ডাউনলোড
- আল ওয়ালা ওয়াল বারা বন্ধুত্ব ও শত্রুতা pdf ডাউনলোড
ঐ ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিয়ামাত কবে? তিনি বললেন: এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি: বাদীঁ যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্রালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে।
কিয়ামাতের বিষয় সেই পাচঁটি জিনিসের অন্তর্ভুক্ত, যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাগর রাসূল সাঃ এ আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন: কিয়ামাতের জ্ঞান কেবল আল্লাহরেই নিকট। তারপর ঐ ব্যক্তি চলে গেলে তিনি বললেন: তোমরা তাকে ফিরিয়ে আন। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরীল আঃ। লোকেদেরকে তাদের দীন শেখাতে এসেছিলেন।
তালহাহ উবনু উবায়দুল্লাহ রহঃ হতে বর্ণিত। তিনি বলেন, এক নাজদবাসী আল্লাহর রাসূল সাঃ এর নিকট এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়ায শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কী বলছিল, আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে নিকেট এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল। আল্লাহর রাসূল সাঃ বললেন; না তবে নফল আদায় করতে পার। আল্লাহর রাসূল সাঃ বললেনৎ আর রমাযানের সওম। সে বলল, আমার উপর এ ছাড়া আরো সওম আছে?।
তিনি বললেন না. তবে নফল আদায় করতে পার। বর্ণনাকারী বলেন, আল্লাহর রাসূল সাঃ তার নিকট যাকাতের কথা বললেন। সে বলল, আমার ওপর এছাড়া আরো আছে? তিনি বললেন, না তবে নফল হিসেবে দিতে পার। বর্ণনাকারী বলেন, সে ব্যক্তি এই বলে চলে গেলেন, আল্লাহর শপথ! আমি এর চেয়ে অধিকও করব না এবং কমও কবন না। তখন আল্লাহর রাসূল সাঃ বললেন; সে কৃতকার্য হবে যদি সত্য বলে থাকে।
নিচে আল লু লু ওয়াল মারজান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তাওহীদ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 38.3 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | ইমাম বুখারী ও ইমাম মুসলিম |
অনুবাদঃ | আল-আমীন বিন ইউসুফ-গং |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।