আল্লাহ আমার রব pdf বই ডাউনলোড। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক ব্যবসায়ী ছিল। লোকটির নাম ছিল আযর। সে মুর্তি বেচা-কেনা করত। তার গায়েঁর লোকজন ছিল মূর্তিপূজারি। তারা বিভিন্ন মূর্তির পূজা করত । বিপদে-আপদে মূর্তির কাছে সাহায্য চাইত। মানুষের এই সব কার্যকলাপ দেখে একটি ছেলে খুব অবাক হতেন। তিনি ছিলেন আযরের ফুটফুটে সন্তান। তারঁ নাম ছিল ইবরাহীম আঃ । সে ছিল খুব বুদ্ধিমান।
তিনি ভাবতেন, মানুষগুলো কত বোকা! এরা মূর্তির পূজা করে। অথচ মূর্তি খাবার খেতে পারে না। নড়াচড়া করতে পারে না। একটি মাছিও তাড়াতে পারে না। তবুও কেন মানুষ মূর্তির পূজা করে? ইবরাহীম আঃ ভাবলেন, মানুষকে সাবধান করা দরকার। তিনি বাবার কাছে গেলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আইনের নামে শিরক ও কুফর pdf বই ডাউনলোড
- আদর্শ মানব মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
- সবুজ কবীরের কিছু লেখা pdf বই ডাউনলোড
- ইহুদী চক্রান্ত ১ম-৩য় pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
গিয়ে বললেন, আব্বু! তোমরা কেন মূর্তির পূজা করো? আযর অনেক রেগে গেল। ছেলেকে ধমক দিল। এরপর বলল, ছেলে আমার ! এইসব কথা বোলো না আর । ওরা আমাদের দেবতা। আমাদের সাহায্যকারী। ইবরাহীম আঃ থামলেন না। তিনি গায়েঁর লোকদের কাছে গেলেন। গিয়ে বললেন, মূর্তি তো কিছুই করতে পারে না! কিছুই দিতে পারে না! তবুও তোমরা কেন মূর্তির পূজা করো? লোকজন তারঁ কথায় বিরক্ত হলেঅ। সবাই যার যার কাজে চলে গেল।
ইবরাহীম আঃ মনে মনে বললেন,দাড়াও, দেখাচ্ছি মজা। মূর্তি যে কিছু করতে পরে না, এবার সেটা হাড়ে হাড়ে টের পাবে। সেদিন ছিল মেলার দিন। লোকজন মেলায় চলে গেল। ইবরাহীম আঃ গেলেন না। তিনি বাড়িতেই থাকে গেলেন। হাতে একটি কুড়াল নিলেন। এরপর মূর্তির ঘরে ঢুকলেন। তিনি কুড়াল দিয়ে মূর্তির ঘাড়ে আঘাত করতে লাগলেন। মূর্তিগুলো ভেঙে চুরমার হতে থাকল। এভাবে একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। তবে সবচেয়ে বড় মূর্তিটাকে কিছু করলেন না।
কুড়ালটা ওটার ঘাড়ে ঝুলিয়ে দিলেন। এরপর সেখান থেকে চলে এলেন। লোকজন মেলা থেকে ফিরে এলো। এরপর মূর্তির ঘরে ঢুকল। ঢুকেই অবাক হলো। তারা বলাবলি করতে লাগল, এ কী কান্ড! মূর্তিগুলেঅর এই দশা কেন? কে সবকিছু চুরমার করে দিয়েছে! দুয়েকজন বলল, আযরের এক ছেলে আছে। ওর নাম ইবরাহীম আঃ}। সে মুর্তির নিন্দা করে বেড়ায়! মূর্তির পূজা করতে নিষেধ করে িএটা হয়তো ওরই কাজ। সবাই মিলে ইবরাহীমকে ধরল।
এরপর জিজ্ঞেস করল, ইবরাহীম! এই কান্ড কি তুমি ঘটিয়েছো! ইবরাহীম বলল, তোমরা আমাকে জিজ্ঞেস করছ কেন? বড় মূর্তিচার ঘাড়ে কুড়াল দেখতে পাচ্ছ না? ওটাকেই জিজ্ঞেস করো। মূর্তিটাই সব বলে দেবে। সবাই বুঝতে পারল, ইবরাহীম-ই এ কান্ড ঘটিয়েছে। তারা বলল, মূর্তি উত্তর দেবে কি করে! তুমি কি জানো না, মূর্তি কথা বলতে পারে না?……..বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আল্লাহ আমার রব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 13.00 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |