আসমান pdf বই ডাউনলোড। হৃদয় আল্লাহর ঘরা মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকালেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি। ধানমন্ডি আট নাম্বার রোডের জামে মসজিদের বৃদ্ধ পেশ ইমাম মাওলানা ইসহাক আব্দুর রহমান কথাগুলো বললেন ধীরস্থির আর অনুচ্ছ শব্দে।
কিছুক্ষণের মধ্যেই আছরের আজান হবে, তিনি প্রস্তুত হয়ে বসে আছেন। তারঁ নজির একটি আরবি কিতাবের দিকে। মাথায় ওপরে ঘুরছে পুরাতন ফ্যান সেই ফ্যানের বাতাসে সাবাদা কাশফুলের মতো তিরতির করে কাপঁছে তার দীর্ঘ দাড়ি।
আরও ইসলামিক বই দেখুন:
- ইসলামে মসজিদের ভূমিকা pdf বই ডাউনলোড
- দুনিয়া না আখিরাত pdf বই ডাউনলোড
- আসমান থেকে এলো কিতাব pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- রমযান মাসের ৩০ আসর pdf বই ডাউনলোড
সেপ্টেম্বরের শেষ দুপুর, প্রায় নীরব ধানমন্ডির রাস্তা দিয়ে বিক্ষিপ্ত বেল বাজিয়ে চলে যাচ্ছে একটা রিকশা। এরপর গুমোট নীরবতা, যেটা ধীরে ধীরে অস্তির কবে তুলল ওমার রিজওয়ানকে। শুধুমাত্র নীরবতাটাকে ভেঙে দেওয়ার জন্য ওমার প্রশ্ন করল- আমার মনে অশান্তি আপনি কীভাবে বুঝলেন? এই প্রশ্নে বৃদ্ধ ইমামের চোখে-মুখে ছড়িয়ে পড়ল একটা সস্নেহে হারি দ্যুতি।
বেশ কিছুদিন ধরে আমি তোমাকে মসজিদের আশেপাশে ঘুরঘুর করতে দেখছি- কিন্তু তোমাকে জামাতের নামাজে দেখি না। আর তাতেই আপনার মনে হলে আমার মনে অশান্তি? এই বেপরোয়া তরুণটির সাথে কথা বলতে কেমন যেন ভালো লাগছে ইমাম সাহেবের। তরুণটি তাকে একবারও হুজুর সম্বোধন করেনি।
তাই একটু মজার ছলে বললেন- তিন ধরনের লোক মসজিদের আশেপাশে ঘুরঘুর করে। ফকির, জুতা চোর আর মজনু। তুমি হলে মজনু শ্রেণির লোক। এই ইমাম লোকটির মধ্যে পিরালী কিংবা বুজুর্গি দেখানোর কোনো প্রচেষ্টা নেই, কথা বলছেন-যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আসমান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | কেন্দ্রবিন্দু |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 45.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | লতিফুল ইসলাম শিবলী |
অনুবাদকঃ |