ইসলামের হাকীকত
ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড। আল্লাহর হেদায়াত মেনে চলে আর কতকগুলো নিজের নফসের হুকুম মতো কিংবা বাপ-দাদার প্রথা মতো অথবা মানুষের রচিত আইন অনুযায়ী করে তবে যতখানি আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে, সে ঠিক ততখানি কুফরির মধ্যে লিপ্ত হবে। এ হিসেবে কেউ অর্ধেক কাফের, কেউ চার ভাগের একভাগ কাফের। কারো মধ্যে আছে দশ ভাগের এক ভাগ কুফরী আবার কারো মধ্যে আছে কুড়ি ভাগের এক ভাগ ।
মোটকথা, আল্লাহর আইনের যতখানি বিরোধিতা করা হবে ততখানি কুফরি করা হবে, তাতে সন্দেহ নেই।বস্তুত কেবলমাত্র আল্লাহ তাআলার বান্দাহ হয়ে থাকা এবং নফস, বাপ-দাদা, বংশ-গোত্র, মৌলভী সাহেব, পীর সাহেব, জমিদার, তহশীলদার, জজ- ম্যাজিষ্ট্রেট প্রভৃতি কারো আনুগত্য না করারই নাম হচ্ছে ইসলাম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলাম পরিচিতি pdf বই ডাউনলোড
- নামায রোযার হাকীকত pdf বই ডাউনলোড
- তাকদীরের হাকীকত pdf বই ডাউনলোড
- সালাউদ্দিন আয়ুবী pdf বই ডাউনলোড
- শরীয়তের দৃষ্টিতে পর্দা-র হুকুম pdf বই ডাউনলোড
আল্লাহ ছাড়া আর কানো দাস হবে না। আর কারো দাসত্ব কবুল করবে না। এটাই হচ্ছে মুসলিম ব্যক্তির কাজ । কুরআন শরীফে বলা হয়েছেঃ- হে নবী ! আহলে কিতাবদের বলঃ আস, আমরা ও তোমরা এমন একটা কথায় একত্রিত হই, যা তোমাদের ও আমাদের মধ্যে সমানভাবে গ্রহণযোগ্য (অর্থাৎ তোমাদের নবীরা যা বলেছে, আমিও আল্লাহর নবী হওয়ার কারণে তাই বলছি। )
তা এই যে, আমরা আল্লাহ ছাড়া আর কারোও বান্দাহ হবো না, আল্লাহর উলুহিয়াতের সাথে অন্য কাউকেও শরীক করাবো না এবং আমাদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া অপর কাউকেও নিজের অভিভাবক ও মালিক বলে মান্য করবো না। এ তিনটি কথাই পুরোপুরি কবুল কেরে নিচ্ছি।তোমরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করতে চাও অথচ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিস ইচ্ছায় হোক আর অনিচ্ছা হোক তারঁই আনুগত্য করে যাচ্ছে।
আস সকলেই তারঁ কাছে ফিরে যাবে । তা এইযে, আসল দীন হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তারঁ আদেশ পালন করা। আল্লাহর ইবাদাতের অর্থ কেবল এটাই নয় যে দিন -রাত পাচঁবার তারঁ সামনে সিজদা করলেই ইবাদাতের যাবতীয় %E






















