খোয়াব নামা pdf বই ডাউনলোড। পায়ের পাতা কাদায় একটুখানি গেথেঁ যেখানে সোজা হয়ে দাড়িঁয়ে গলার রগ টানটান করে যতোটা পারে উচুঁতে তাকিয়ে গাঢ় ছাই রঙের মেঘ তাড়াতে তমিজের বাপ কালো কুচকুচে হাত দুটো নাড়ছিলো, ঐ জায়গাটা ভালো করে খেয়াল করা দরকার। অনেকদিন আগে, তখন তমিজের বাপ তো তমিজের বাপ, তার বাপেরও জন্ম হয় নি, তারা দাদা বাঘাড় মাঝিরই তখনো দুনিয়ায় আসতে ঢের দেরি, বাঘাড় মাঝির দাদার বাপ-না-কি দাদারই জন্ম হয়েছে কি হয় নি।
হলেও বন-কেটে বসত-করা বাড়ির নতুন মাটি ফেলা ভিটায় কেবল হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। ঐসব দিনের এক বিকালবেলা মজনু শাহের বেশুমার ফকিরের সঙ্গে মহাস্থান কেল্লায় যাবার জন্যে করতোয়ার দিকে ছোটার সময় মুনসি বয়তুল্লাহ শাহ গোরা সেপাইদের সর্দার টেলরের বন্দুকের গুলিতে মড়ে পড়ে গিয়েছিলো ঘোড়া থেকে।
আরও দেখুনঃ অনিঃশেষ আলো ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
বন্দুকের গুলিতে ফুটো গলা তার আর পুরট হলো না। মরার পর সেই গলায় জড়ানো শেকল আর ছাইভস্মমাখা গতর দিয়ে মাছের নকশা আকাঁ লোহার পান্টি হাতে সে উঠে বসলো কাৎলাহার বিলের উত্তর সিথানে পাকুড়গাছের মাথায়।
তমিজের বাম হাত নাড়াতে আসমানের মেঘ খেদায়।
সেই তখন থেকে দিনের বেলা রোদের মধ্যে রোদ হয়ে সে ছড়িয়ে থাকে সারাটা বিল জুড়ে। আর রাতভর বিল শাসন করে ওই পাকুড়গাছের ওপর থেকেই তাকে যদি এক নজর দেয়া যায়- এই আশায় তমিজের বাপ হাত নাড়াতে নাড়াতে আসমানের মেঘ খেদায়। তা না হয় হলো, কিন্তু এখন থেকে দুর বছর সোয়া দুই বছর পর, না-কি আড়াই তিন বচ্ছরই হবে।
আরও দেখুনঃ ঈমান সবার আগে pdf বই ডাউনলোড
বিলের পানি মুছতে মুছতে জেগে-ওঠা ডাঙার এক কোণে চোরাবালিতে ডুবে মরলে তমিজের বাপটা উঠবে কোথায়? তাকে ঠাঁই দেবে কে? বড়ো বানের ছোবলে বড়ো বড়ো কাঠাঁলগাছ তো সব সাফ হয়েছে মেলা আগে, শরাফত মন্ডলের বেটা ইঁটখোলা করলে বাকি গাছগুলোও সব যাবে ভাঁটার পেটে। তখন? তখন তমিজের বাপ উঠবে কোথায়? দিনে দিনে বিল শুকায়, শুকনা জমিতে চাষবাস হয়, জমির ধার ঘেঁষে মানুষ ঘর তোলে। বড়ো বিরিক্ষিকে জায়গা দেওয়ার মতো জায়গা তখন কি আর পাওয়া যাবে?।
দিনের বেলা হলে ভালো করে দেখা যায়- বিলেল পশ্চিমে বিলের তীর থেকে এদিকে খালপাড় পর্যন্ত জায়গাটা এখন পর্যন্ত খালিই পড়ে রয়েছে। তারপরই মাঝিপাড়া। মাঝিপাড়ার মানুষ অবশ্য নিজেদের গ্রামকে ওভাবে ডাকে না, গোটা গ্রাম জুড়ে তা আগে তাদেরই বসবাস ছিলো। এখন পাচঁ আনা ছয় আনা বাসিন্দাই চাষা। আগে কয়েক ঘর কুল ছিলো, আট মাইল পশ্চিমে টাউনে তবিরব মুক্তারের রহমান অয়েল মিল হওয়ার তিন বছরের মধ্যে মলুদের অর্ধেকের বেশি গেলা পুবে যমুনার ধারে।
আরও দেখুনঃ বেলা ফুরাবার আগে pdf বই ডাউনলোড
নিচে খোয়াব নামা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাহিত্য বিষয়ক বইয়ের সাইজঃ 13.5 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ