ফিরে আসার গল্প
ফিরে আসার গল্প pdf বই ডাউনলোড। ইবলিশের চ্যালেঞ্জের মাধ্যমেই লড়াইটা শুরু হয়েছিল। আজ অবধি সে লড়াই অব্যাহতভাবে চলছে। তখন থেকে এখন, ইবলিশ তার মিশনে সদা তৎপর। জাহেলিয়াতের সমস্ত উপায়-উপকরণ ব্যবহার করে মানুষদের ঈমানচ্যুত করার প্রচেষ্টা চলেছে, চলছে।
তবুও ইসলাম তার আপন মহিমায় ফুলের সৌরভ বিলিয়ে যাচ্ছে পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে। স্বভাব বৈশিষ্ট দিযে ইসলাম ঈমানদারদের বিশ্বাসের ভিত্তিকে কেবল সুদৃঢ়েই করেনি; একই সাথে অবিশ্বাসীদের চিন্তার সাগরেও ঢেউ তুলেছে তুমুল বেগে।
আরও দেখুনঃ চার ইমামের আকীদা pdf বই ডাউনলোড
দুনিয়ার সকল তন্ত্র-মন্ত্র আদর্শ ইসলামের পতাকাতলে লুটিয়ে পড়েছে। অনিবার্যভাবে। আধুনিক সভ্যতার মোড়কে চাকচিক্যময় দুনিয়ার কৃত্রিম আলোকোজ্জ্বল উপস্থাপনাও জাহেলিয়াতকে রক্ষা করতে পারছে না। শান্তির সন্ধানে দিগভ্রান্ত লাখো মুসাফির পরম আশ্রয় হিসেবে ইসলামের ধর্মই পরিধান করছে।
এ যেন মরুর বুকে তৃষ্ঞার্ত পথিকের শীতল পানির সন্ধান পাওয়া ! দ্যা রিভার্টস: ফিরে আসার গল্প বইয়ে আমরা এমনই তৃষ্ঞার্ত ১৩ জন মানুষের ইসলামের পতাকাতলে প্রশান্তি খুঁজে পাওয়ার গল্প পড়ব। বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের ভাইবোনদের হৃদয়ের হাহাকার দেখব।
আরও দেখুনঃ প্রোডাক্টিভ মুসলিম pdf বই ডাউনলোড
ইসলামের কোন সম্মোহনী শক্তি তাদের টেনে ধরল, কোন সে পরশপাথর তাদের হৃদয়কে বিগলিত করল, কী তাদের ইসলাম গ্রহণের মতো এত বড় সিদ্ধান্ত নিতে স্পৃহা যোগাল-প্রতিটি গল্পে তার উত্তর পাবেন ইনশাআল্লাহ। আবিশ্বাসীরা প্রতিটা গল্পের সাথে নিজেদের জীবনধারা মিলিয়ে নিতে পারবেন।
আমরা বিশ্বাসীরাও হৃদয় থেকে উপলব্ধি করতে সক্ষম হব, জন্মসুত্রে কত মূল্যবাদ পরশমণি পেয়েছি। সামছুর রহমান ওমর ও কানিজ শারমিন দম্পতিকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। বইটি নিয়ে উভয়ই অনেক শ্রম দিয়েছেন। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় গল্পগুলো সাজিয়েছেন। এই বইটি পাঠকদের হাতে তুলে দিতে পেরে গার্ডিয়ান পাবলিকেশন অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত।
আরও দেখুনঃ আরব বিশ্বে ইসরাঈলের আগ্রাসী pdf বই ডাউনলোড
নিচে ফিরে আসার গল্প pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ গার্ডিয়ান পাবলিকেশন্স বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 6.96 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ সামসুর রহমান ওমর অনুবাদঃ কানিজ শারমিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ