মাওলানা আবু তাহের বর্ধমানী জিবনী pdf বই ডাউনলোড। রাসূলুল্লাহ ছাঃ-এর ভবিষ্যদ্বানী অনুযায়ী ক্বিয়ামত পর্যন্ত একদল ন্যায়নিষ্ঠ মানুষ সর্বদা হক্বের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহ প্রেরিত অতি প্রতিপালনে সবচেষ্ট থাকবেন। সমাজকে কুসংস্কার ও কুহেলিকা মুক্ত করে সঠিক ইসলামী সমাজ বিনির্মাণে প্রাণান্ত প্রচেষ্টা চালাবেন। শিরক ও বিদআতের বিরুদ্ধে চালিয়ে যাবেন আপোষহীন সংগ্রাম। সংখ্যায় তারাঁ অল্প হবেন। তাদেঁর লেখনী ও বক্তব্য বাতিলের হৃদয়তন্বীতে আঘাত হানবে।
ফলে সমাজে তারাঁ উপেক্ষিত হবেন সরকারের কোপানলে পতিত হয়ে দেশ ত্যাগের মত বেদনাবিধর সিদ্ধান্ত নিতেও তারাঁ কুন্ঠিত হবেন না্। মাওলানা আবু তাহের বর্ধমানী ছিলেন তাদেরঁই একজন। যারঁ নাম উচ্চারণে বিশেষভাবে পীর-ফকীরদের হৃদয় প্রকম্পিত হয়ে উঠত শিরক- বিদআতের বিরুদ্ধে যিনি ছিলেন আপোষহীন ব্যক্তিত্ব। আলোচ্য নিবন্ধে তারঁ সংক্ষিপ্ত জীবনী বিধৃত হল ।
আরও দেখুনঃ কওমি মাদরাসা শিক্ষানীতি pdf বই ডাউনলোড
মাওলানা বর্ধমানী ১৯২১ সালের কোন এক শুভ ক্ষণে ভারতের পশ্চিবঙ্গের বর্ধমান যেলার মঙ্গলকোট থানাধীন শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোরের গন্ডি তিনি নিজ যেলাতেই অতিবাহিত করেন। ছাত্র জীবনে তিনি মঙ্গলকোট সিনিয়র মাদরাসা, কুলসোনা মাদরাসা ও বেলডাঙ্গা মাদরাসায় অধ্যয়ন করেন্ তিনি কলিকাতা আলিয়া মাদরাসা থেকে অনিয়মিতভাবে আলিম পাশ করেন।
সংক্ষিপ্ত জীবনী।
শিক্ষকতার মাধ্যমেই মাওলানা বর্ধমানীর কর্মজীবনের সুচনা। তিনি পশ্চিমবঙ্গের পালিশগ্রাম মাদরাসা প্রতিষ্ঠা করেন ও সেখান অন্যূন তিন বছর শিক্ষকতা করেন। আল্লাহ পাক তাকেঁ এক সঙ্গে দুটি প্রতিভা দান করেছিলেন। তিনি যেমন ছিলেন সুলেখক তেমনি ছিলেন খ্যাতিমান।
আরও দেখুনঃ ফতোয়াকে কেন্দ্র করে ইসলাম নির্মূলের অভিযান pdf বই
বক্তা তারঁ লেখা প্রথম বিই সত্যের আলো প্রকাশের পর তারঁ বিরুদ্ধে মামলা করা হয়। উগ্র সম্প্রদায়িক হিন্দুরা তারঁ বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। ষড়যন্ত্র করা হয় তাকেঁ দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। অতঃপর সাথীদের পরামর্শে ১৯৬৪ সালের কোন এক সময়ে তিনি সপরিবারে চাপাঁই নবাবগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে আগমন করেন এবং দিনাজপুর শহরের পাটুয়াপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তিনি জীবদ্দশায় ২২টি গ্রন্থ প্রণয়ন করে বাতিলের বিরুদ্ধে কলমী জিহাদ চালিয়ে যান। তিনি প্রথম জীবনে কলকাতা থেকে প্রকাশিত মাসিক তাওহীদ ও দিনাজপুর থেকে প্রকাশিত মাসিক আল-মুজাহিদ পত্রিকার সম্পাদক ছিলেন।
আরও দেখুনঃ আকিদাতুত তাহাবী pdf বই ডাউনলোড
নিচে মাওলানা আবু তাহের বর্ধমানী জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ২০০১ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।