ঈমানি দুর্বলতা
ঈমানি দুর্বলতা pdf বই ডাউনলোড। হে ঈমানদানগন! তোমরা আল্লাহকে ভয় কর, যেমন তাকে ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করনা। [সুরা আলে ইমরান:১০২] হে মানব সম্প্রদায়! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় ।
, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট যাত্রা করে থাক এবং আত্মীয় জ্ঞাতীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর।
আরও দেখুনঃ ইলুমিনাতি শর্ট pdf বই ডাউনলোড
নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। হে মুমিনগন! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তিনি তোমাদের আমল-আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তারঁ রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। {সুরা আল-আযহাবঃ ৭০-৭১} ঈমানের দুর্বলতা আজ মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
অনেকেই নিজের অন্তঃকারণের কঠিন্যতার কথা স্বীকার করে। তাদের বক্তব্য এরূপ: আমি নিজের মনের কঠিন্যতা অনুভব করি ইবাদত করে মজা পাই না আমি অনুভব করি যে, আমার ঈমানের জোর নেই, কুরআন পড়ে প্রভাবিত হই না, সহজেই গুনাহর কাছে লিপ্ত হড়ে পড়ি।
আরও দেখুনঃ ইয়ারমুক যুদ্ধ pdf বই ডাউনলোড
অনেকের উপর এই ব্যাধির ক্রিয়া স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই ব্যাধিই সব বিপদের মূল এবং সব ঘাটতির কারণ।অন্তঃকারণের বিষয়টি খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। অন্তঃকারণকে আরবীতে কালব পরিবর্তনশীল বলা হয়েছে। একারণেই যে, তা দ্রুত পরিবর্তনশীল। নবী করীম সাঃ বলেনঃ অন্তঃকরণকে কালব বলা হয়েছে বেশী বেশী পরিবর্তন হবার কারণে।
অন্তঃকারণের উদাহরণ হলো একটি পাখির পালকের মতো যা গাছের ডালে ঝুলানো আছে, বাতাসে সেটিকে এদিক সেদিক ঘুরাচ্ছে। অপর বর্ণনায় এসেছে অন্তঃকরেণের উদাহরণ হলো পাখির একটি পালকের মতো যা মরুভুমিতে পড়ে রয়েছে। বাতাসের সেটিকে উলট-পালট করছে। [ইবনে আবী আসেম.কিতাবুস সুন্নাহ,নম্ব ২২৭,এর সনদ সহীহ]
আরও দেখুনঃ তাকবিয়াতুল ঈমান pdf বই ডাউনলোড
নিচে ঈমানি দুর্বলতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল ফুরকান প্রকাশনী বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 6.4 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনজিদ অনুবাদঃ মুহাম্মদ শামাউন আলীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ