আগুনের কারাগার pdf বই ডাউনলোড । ছোট্ট ভালকরা পর্যন্ত বুঝতে সক্ষম ছিল যে, সাদা পতাকার আসল রহস্য হল সার্ব ছাড়া অন্য সম্প্রদায়ের লোকদের শনাক্ত করা। জিমু তার অভ্যাস অনুযায়ী এক কাপ কফি পান করল। অতঃপর একটি সিগারেট ধরিয়ে টানতে লাগল। মাঝে মধ্যে খিড়কী দিয়ে নিজের গৃহির দিকও নজর বুলাচ্ছিলো।
তখনও সেখানে অস্বাভাবিক কোন কিছ দেখতে পায়নি। অন্য একটি খিড়কী দিয়ে তার নিজের ঘর থেকে চল্লিশ গজ দূরে অবস্থিত সামনের বিল্ডিংয়ের দিকে তাকালো। সেই বিল্ডিংয়ের ছাদে দুজন সশস্ত্র আর্মি দেখতে পেল।
আরও দেখুনঃ আজকের দুনিয়ায় ইসলাম pdf বই ডাউনলোড
তারা একটু পরপর সামনের একটি আবাসিক এলাকা ছাকিনা-এর দিকে লক্ষ্য করে ফায়ার করে যাচ্ছে। এসব লোকদের উপর মোটেও বিশ্বাস করা যায় না জিমু খিড়কীর কাছে রাখা যে টুলের উপর বসে কফি পান করছিল তা খাকিটা সরিয়ে বিড় বিড় করে বলল। ইলমা নাস্তা তৈরী করার জন্য নিজ গৃহে গিয়েছিল। সে এসেই নাস্তা টেবিলে রাখল। ফাযেলের স্ত্রীও কিছুক্ষণ রান্নাঘরে নাস্তা প্রস্তুত করতে ব্যস্ত ছিল। এখন সবাই টেবিলের চারপাশে নাস্তা করতে বসে গেল।
একজন মুসলিম সাংবাদিকের বন্দী জবীনে হৃদয়বিদারক কাহিনী।
গ্রেফতারীর ঘটনা শহরটি এখনো বারবার স্বয়ংক্রীয় অস্ত্রের গুলিবর্ষনের আওয়াজে কেপেঁ উঠছে। হঠাৎ জিমুর ঘরের উপর ফাযেলের দৃষ্টি পড়ল, সে আতঁকে উলে বললঃ তোমাদের ঘরের কাছে কিছু আর্মি জোয়ান ঘোরাফেরা করছে।
আরও দেখুনঃ যিকির ও ইতেকাফের গুরুত্ব pdf বই ডাউনলোড
জিমু জানালার পর্দাটা সামান্য সরিয়ে দেখল, দুজন সশস্ত্র মুখোশধারী খুবই সতর্কতা অবলম্বন করে তাদের গৃহের প্রবেশ পথের দিকে অগ্রসর ইচ্ছে। তারা রাইফেলের ট্রিগারে আঙ্গুল রেখে মাথা সামান্য নিচু করে পজিশন নিয়ে অগ্রসর হচ্ছে। ঠিক তখনই ফাযেলের গৃহের দরজায় করাঘাতের প্রচন্ড শব্দ হলো। দরজা খুলে জিমু দেখতে পেল।
সে তার বাড়ীর সামনে যে ধরণের মুখোশধারী দুজন সশস্ত্র যুবককে দেখেছিল তাদেরই মত একজন মুখোশধারী আর্মি দরজার সামনে দন্ডয়মান। সে তার স্বয়ংক্রীয় রাইফেলটি তাদেরকে লক্ষ্য করে তাক করে রেখেছে। তোমাদের ঘরে কি কোন অস্ত্র আছে? অত্যন্ত কর্কশ তার ভাষা। কিছুক্ষনের জন্য যেন ফাযেল ও জিমু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তোমরা কি বধির? কানে শুনছো না? আমি তোমাদের কাছে জানতে চাই।…..
আরও দেখুনঃ তাফসীর কি মিথ্যা হতে পারে pdf বই ডাউনলোড
নিচে আগুনের কারাগার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল খালেদ প্রকাশন বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 10.3 MB প্রকাশ সালঃ ২০০০ ইং বইয়ের লেখকঃ আব্দুর রাজ্জাক হেকনোভিক অনুবাদঃ শেখ নাঈম রেজওয়ানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ