আপনার প্রশ্নের জবাব
আপনার প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড। যে কোনো দালানকোঠা অথবা ঘরদোর হোক , তা অবশ্য কোন ভিত্তি বা স্তস্তের উপরে দাড়িয়ে থাকে । এ ঘরদোর ততোক্ষন পর্যন্তই ঠিক থাকে যতোক্ষন তার ভিত্তি বা স্তম্ভ মজমুত তাকে ।
স্তস্ত যদি নরভরে হয়ে যায় আর যদি সে স্তস্ত গোড়া থেকেই নড়ে যায় অথবা জরাজীর্ণ হয়ে পড়ে যেতে চ্য় তাহলে ঘরখানাও দাড়িয়ে থাককে পারবেনা এবং যে কোন সময়ে ধড়াস করে মাটিতে পড়ে যেতে পারে । ইসলামের দৃষ্টান্ত ঠিক একটি ঘরে মতো ।
আরও দেখুনঃ ইসা মহীহ pdf বই ডাউনলোড
এর পাচঁটি আরকান বা স্তম্ভ আছে অ এগুলোকে ইসলামের আরকান বলে । ইসলামীক অট্রালিকা বা ঘরের এসব স্তস্ত যতোটা মজবুত হবে ইসলামী দালানটাও ততোটাই স্থায়ী হবে । যদি আল্লাহ না করুন এসব আরকান দূর্ল হয় গোড়া আলগা হয়ে যায় অথবা পড়ে যাওয়ার মতন হয় , তাহলে ইসলামী দালানও ঠিক থাকতে পারবে না ।
ইসলামে জবাব এর অনেক সুন্দর সুন্দর উত্তর আছে যে গুলো আমরা কঠিন ভাবে নি।
ধড়াস করে এক সময় যমীনের ইপরে পড়ে যাবে । এখন ইসলাম যদি আমাদের কাছে প্রিয় হয় এবং আমারা এ ঘরের ছায়ার থেকে নিশ্চন্ত মনে শান্তিপূর্ণ পরিবেশে এক আল্লাহর বন্দেগী করতে চাই এবং সে সাথে এ মহৎ আকাৎখাও পোষন করি যে , আল্লাহর সকল বান্দা এ দালান ঘরে আশ্রয় নিয়ে কুফর ও শির্খর বিপদ থেকে দূরে থাক ।
আরও দেখুনঃ শিরক pdf বই ডাউনলোড
আল্লাহর প্রিয় বান্দাহ হিসাবে জীবনযাপন করুক এবং দ্বীন ও দুনিয়ায় সাফল্য লাভ করূক , তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এই যে , আমাদেরকে আরকানে ইসলামের মর্মকথা ভালোবাবে জানতে হবে এবং স্থায়িত্ব ও মজবুতির পুরোপুরি ব্যাবস্থা করতে হবে । তার পর কোন অবস্থাতেই তাকে দূরল হতে দেয়া যাবে না । তার কারন এই যে ।
ইসলামের ও বিরাট দালান ঘর তার অসংখ্যা বরকতসহ তখই কায়েম থাকতে পারে যখন তার এসব স্তস্ত মজবুত হয়ে বিদ্যামান থাকবে । ইসলামের আরকান পাচঁটি ঃ ১. কালেমায়ে তাইযেবাহ । অর্থাৎ কুফর ও শির্কের ধারনা বিশ্বাস পরিত্যাগ করে ইসলামী আকায়েদের উপর ঈমান আনা । ২. নামায কায়েম করা ৩. যাকাত দেয়া । ৪. রমযানের রোযা রাখা । ৫. বায়তুল্লাহর হজ্জ করা । নবী [সাঃ] ,
আরও দেখুনঃ এক হাতে মুসাফাহ pdf বই ডাউনলোড
নিচে আপনার প্রশ্নের জবাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 10.2 MB প্রকাশ সালঃ ২০০১ ইং বইয়ের লেখকঃ আল্লামা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানাবী অনুবাদঃ মুহাম্মাদ খলিলুর রহমান মুমিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ