আরজ আলী সমীপে
আরজ আলী সমীপে pdf বই ডাউনলোড।”জগতে এমন আনেক বিষয় আছে , যেসব বিষয় দর্শন , বিজ্ঞান ও ধর্ম ও কথা বলেনা ।” প্রমত , জগতে কোন কোন বিষয়ে দর্শন, বিজ্ঞান ও ধর্ম কথা বলেনা । তা আরজ আলী সাহেব উল্লেখ করেননি । দ্বিতীয়ত , জগতের কিছু কিছু বিষয়ে যে দর্শন , বিজ্ঞান আর ধর্ম এক কথা বলেনা তা আসলে সত্য ।
সত্য এ কারণে যে , জগতের সকল বিষয়ে সমানভাবে দর্শন , বিজ্ঞান আর ধর্মকে কথা বলতে হয় না । আরজ আলী সাহেব যে ভুলটা শুরুতেই করে বসেছেন তা হলো তিনি দর্শন ,বিজ্ঞান আর ধর্মকে এক করে ফেলেছেন ।
আরও দেখুনঃ আরকানুল ইসলাম ওয়াল ঈমান pdf বই ডাউনলোড
অথচ এ কথা স্বীকার্য যে , এ তিনটি বিষয়ের আলোচ্য বস্তু ভিন্ন ভিন্ন । পদার্থ কি কি দিয়ে গঠিত তা বিজ্ঞানের আলোচ্য বিষয় । ধর্মে পদার্থের গঠনের সরাসরী কোন পাঠ নেই । আবার ব্যভিচার করলে কেন শাস্তি পাওয়া উচিত সে পাঠ ধর্মের , কোনো কোনো দর্শনে কিছু বলা থাকলেও বিজ্ঞানে তার উত্তর নেই ।
তাহলে দেখা যাচ্ছে ধর্ম , দর্শন আর বিজ্ঞানের বিষয়াদি এক নয় । এমতাবস্থায় , ভিন্নভিন্ন আলোচনার জিনিসকে একই বাটখারায় রেখে পরিমাপ করাটা নিতান্তই বোকামী । “ সাধারণত আমরা যাহাকে ধর্ম । যুগে যুগে মহাজ্ঞানীগণ এই বিশ্ব সংসারের স্রষ্টা আল্লাহর প্রতি মানুষের কর্তব্য কী তাহা নির্ধারণ করিবার প্রয়াস পাইয়াছেন ।
আরও দেখুনঃ আমার দেখা বৃটেন pdf বই ডাউনলোড
‘স্রষ্টার প্রতি মানুষের কি কোন কর্তব্য নাই ? নিষ্চয় আছে ’ এইরূপ চিন্তা করিয়া তাহারা ইশ্বরের প্রতি মানুষের কর্তব্য কী তাহা নির্ধারণ করিয়া দিলেন । অধিকন্তু , মানুষের সমাজ ও কর্মজীবনের গতিপথও দেখাইয়া দিলেন সেই মহাজ্ঞানীগণ । এইরূপে হইলো কল্পিত ধর্মের আবির্ভাব ।” আরজ আলী সাহেব উনার পূরো বইটি জুড়ে দর্শন।
বিজ্ঞান আর যুক্তিবোধের জয়গান গাইলে ও , বইয়ের শুরুতে কোন রকম তথ্য , উপাত্ত , পরিক্ষা লব্ধ প্রমাণ ছাড়াই দাবি করের বসলেন যে , ধর্মগুলো কথিত ধর্মগুরুদের বানানো । মূল আলোচনায় যিাওয়ারর পূর্বেই জিনি নিজ বিশ্বাসেরেউপর রায় জানিয়ে বসেন,
আরও দেখুনঃ আমি কারো মেয়ে নই pdf বই ডাউনলোড
নিচে আরজ আলী সমীপে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সমকালীন প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 32.6 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ আরিফ আজাদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ