ইবন আলী আশ শাওকানী জীবন কর্ম pdf ডাউনলোড। বহুমুখী প্রতিভার অধিকারী, জ্ঞান-গবেষণার অন্যতম পুরোধা মুহাম্মাদ ইবন আলী আশ শাওকানী। জ্ঞান-গবেষণা, অধ্যাপনা, গ্রন্থ রচনা ও বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে যে সকল মনীষী অবিস্ময়রণীয় হয়ে আছেন, তাদেঁর একজন হলেন তিনি। আশ শাওকানী ছিলেন একাধারে চিন্তাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক, সুসাহিত্যিক, কবি, আইনবিদ ও যোগ্য বিচারক। সমসাময়িক প্রায় সকল বিষয়েই তিনি ছিলেন অত্যন্ত দক্ষ।
আল্লামা আশ শাওকানী সে যুগের একজন সুযোগ্য মুজতাহিদ ছিলেন। তিনি কুরআন- সুন্নাহর আলোকে ইসলামের প্রকৃত রূপরেখা অত্যন্ত যোগ্যতার সাথে তুলে ধরেছেন। তিনি মাযহাব ও ব্যক্তি বিশেষের তাকলীদ তথা অন্ধ অনুকরণের আবর্ত থেকে বেরিয়ে মুক্ত ও স্বাধীন চিন্তা অনুশলীলনের পথে পা বাড়ান।
আরও দেখুনঃ থানভী রহঃ জীবন কর্ম pdf বই ডাউনলোড
ইজতিহাদ অর্থাৎ চিন্তা-গবেষণা করে মাসয়ালা চয়নে তিনি ছিরেন খুবই পারদর্শী। ইসলামী আইনশাস্ত্রে তারঁ ছিল বিশেষ পান্ডিত্য। বিভিন্ন বিষয়ে আইনী ব্যাখ্যা তথা ফাতওয়া দানের ক্ষেত্রে আশ শাওকানী অনন্য যোগ্যতার অধিকারী ছিলেন। বিচার কার্যর তারঁ দক্ষতা ও যোগ্যতা ছিল সুবিদিত।
তার কর্ম জীবনে তিনি কি কি করেছেন। ইসলামের জন্য।
তিনি শিরক, বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্ছার ছিরেন এবং লিখনীর মাধ্যমে এগুলোর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়েছেন। আমৃত্যু জ্ঞান সাধক এই মনীষী বহু সংখ্যক মুল্যবান গ্রন্থ রচনা করেছেন। তারঁ লেখা বইয়ের সংখ্যা শতাধিক। কিন্তু আশ্চর্যর বিষয় হলো বর্ণাঢ্য জীবনের অধিকারী এ মহান মনীষীর বহুমুখী অবদান সত্ত্বেও তারঁ জীবন সম্পর্কে সবিস্তারে তেমন কিছু জানা যায় না। বিভিন্ন গ্রন্থে বিচ্ছিন্নভাবে তারঁ সম্পর্কে যা কিছু আলোচনা হয়েছে।
আরও দেখুনঃ সুনানে ইবনে মাজাহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
তা খুবই অপ্রতুল। বলা যায় কীর্ত্তীমান এ মহাপুরুষের জীবনী অনেকটাই লোক চক্ষুর অন্তরালেই রয়ে গেছে। আশ শাওকানীর কর্মময় জীবন ও চিন্তাধারাকে সাধারণ্যে পরিচিত করানোর জন্যই মূলত এ ক্ষুদ্র প্রয়াস। মুহাম্মাদ ইবন আলী আশ শাওকানী। জীবন ও কর্ম শীর্ষক অভিসন্দর্ভে তারঁ জীবনী, কর্ম ও চিন্তাধারার আলোচনা পেশ করা হয়েছে। আশা করি পাঠকবর্গ ও অভিসন্দর্ভের মাধ্যমে আল্লামা আশ শাওকানীর জীবনের বিভিন্ন দিক অবগত হয়ে উপকৃত হতে পারবেন।
আশ শাওকানীর সমসামরিক কাল অর্থাৎ হিজরী দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দী খ্রিষ্টীয় অস্টাদশ উনবিংশ শতাব্দী ছিল মূলত: মুসলিমদের অধঃপতনের যুগ। অভ্যন্তরীণ কোন্দল, সাম্প্রদায়িক ও উপদলীয় কোন্দল, শাসকদের দুর্বলতা প্রভৃতি কারণে ইসলামী খিলাফাত দুর্বল ও ক্ষয়িসু হয়ে পড়েছিল।
আরও দেখুনঃ আসকালানী রহ জীবন ও কর্ম pdf বই ডাউনলোড
নিচে ইবন আলী আশ শাওকানী জীবন কর্ম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | বাংলাদেশ ইসলামিক সেন্টার |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.42 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. মোঃ ছামিউল হক ফারুকী |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।