ইমাম মাহদির আগমন
ইমাম মাহদির আগমন pdf বই ডাউনলোড। ইসলামের বড় বড় বুদ্ধিজীবীদের রেখনীর মারফতে আমাদের কাচে মহানবী হযরত মুহাম্মদ [সাঃ] বর্ণিত ইমাম মাহাদী [আঃ] এর আবির্ভাব প্রসঙ্গে বর্ণিত অনেক হাদীস আমাদের নিকট বিদ্যমান রয়েছে ।
এই অধ্যায়ে আমরা প্রাপ্ত হাদীসমূহ বর্তমান সময়ে সংঘটিত বিভিন্ন ঘনটনাবলি এবং নবী হযরত মুহাম্মদ [সাঃ] এর ভবিষ্যদ্বানরি আলোকে তা পর্যারোচনার এবং পরীক্ষা নিরীক্ষা করার চেষ্ঠা করবো।
আরও দেখুনঃ হাদিসের বিশুদ্ধতা
যে বিরাজমান আবহাওয়া , পরিস্থিতি এবং অবস্থা ও সম্প্রতিকালে কিছু সংখ্যাক সংকটপূর্ণ ঘটনাবলী অলোকিকভাবে নবী হযরত [সাঃ] এর বর্ণনা অনুয়ায়ী অন্ভুতভাবে মিরে গেছে । ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে , যে হযরত ইমাম মাহদী [আঃ] এর আবির্ভাব ও হাদসের বর্ণনা অনুয়ায়ী মহাপ্রলয়ের আলামত অদ্ধতভাবে মিলে গেছে ।
বর্নিত ঘটনাবলী প্রকৃতপক্ষে একটার পর একটা ১৪০০ হিজরী [১৯৭৯-৮০] থেকে শুরু হয়েছে । তাই একথা সুপ্রমানিত যে হযরত ইমাম মাহদী [আঃ] আমাদের মধ্যে সশরীরে বিরাজ করছেন [ আল্লাহহই ভালো জানেন ] আমরা নিম্নোক্ত নিদর্শনাবলী বা আলমাতসমূহ বিশ্লেশন করছি । ইমাম মাহদী এর আবির্ভাব আরাতসমূহ [আঃ] শমান্ধরে সংঘটিত হতে থাকবে রাজদাহ।
আরও দেখুনঃ রমজানের ৬০ শিক্ষা pdf বই ডাউনলোড
দ্বন্দ – সংঘাত ফিংনা তথা আইন ভাঙার প্রবনতা বহু ধারার ব্যাপকভাবে আত্নপ্রকাশ করবে । ইমাম মাহদী ]আঃ] এর আগমনের পূর্বে নরহত্যা মহামররির মত সমাজজবিনকে অতিষ্ঠ করে তুলবে । বিশ্বব্যপী দ্বন্দ বিশৃংখলা যুদ্ধ সংঘাত সৃষ্টি হয়েছেন ।
সঙঘাত , বিবাদ ., বিরোদ , নিষ্ঠরতার ব্যাপ্তি ও ভয়াবহতা এমবাবে বৃদ্ধি এবং বিস্কুট হবে যে মহিলা এবং শিশুদেরওে নির্বিচারে হত্যা করা হবে । সমগ্র পৃথিবীরজুড়ে যখন, প্রবঞ্চনা . ষড়যন্ত. মিথ্যাচার গুপ্তহত্যা শঠতা প্রবনতাবাবে তিনি তখন আবির্ভাব হবেন মুসলিম উম্মাহর প্রতি অত্যচার এবং নির্যাতন বৃদ্ধি পাবে । মসজিদ এবং উপাসনালয় ধংস করবে । ধর্মীয় বিধিবিধান নিষেধ তবুও ব্যাপকভাবে অমান্য করা হচ্ছে।
আরও দেখুনঃ মহিলাদের প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
নিচে ইমাম মাহদির আগমন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ . MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আদনান আক্তার (হারুন ইয়াহিয়া) অনুবাদঃ এ.এন.এম.এ মোমিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ