5
(3)

ইমাম মাহদির আগমন

ইমাম মাহদির আগমন pdf বই ডাউনলোড। ইসলামের বড় বড় বুদ্ধিজীবীদের রেখনীর মারফতে আমাদের কাচে মহানবী হযরত মুহাম্মদ [সাঃ] বর্ণিত ইমাম মাহাদী [আঃ] এর আবির্ভাব প্রসঙ্গে বর্ণিত অনেক হাদীস আমাদের নিকট বিদ্যমান রয়েছে ।

এই অধ্যায়ে আমরা প্রাপ্ত হাদীসমূহ বর্তমান সময়ে সংঘটিত বিভিন্ন ঘনটনাবলি এবং নবী হযরত মুহাম্মদ [সাঃ] এর ভবিষ্যদ্বানরি আলোকে তা পর্যারোচনার এবং পরীক্ষা নিরীক্ষা করার চেষ্ঠা করবো।

আরও দেখুনঃ হাদিসের বিশুদ্ধতা

যে বিরাজমান আবহাওয়া , পরিস্থিতি এবং অবস্থা ও সম্প্রতিকালে কিছু সংখ্যাক সংকটপূর্ণ ঘটনাবলী অলোকিকভাবে নবী হযরত [সাঃ] এর বর্ণনা অনুয়ায়ী অন্ভুতভাবে মিরে গেছে । ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে , যে হযরত ইমাম মাহদী [আঃ] এর আবির্ভাব ও হাদসের বর্ণনা অনুয়ায়ী মহাপ্রলয়ের আলামত অদ্ধতভাবে মিলে গেছে ।

বর্নিত ঘটনাবলী প্রকৃতপক্ষে একটার পর একটা ১৪০০ হিজরী [১৯৭৯-৮০] থেকে শুরু হয়েছে । তাই একথা সুপ্রমানিত যে হযরত ইমাম মাহদী [আঃ] আমাদের মধ্যে সশরীরে বিরাজ করছেন [ আল্লাহহই ভালো জানেন ] আমরা নিম্নোক্ত নিদর্শনাবলী বা আলমাতসমূহ বিশ্লেশন করছি । ইমাম মাহদী এর আবির্ভাব আরাতসমূহ [আঃ] শমান্ধরে সংঘটিত হতে থাকবে রাজদাহ।

আরও দেখুনঃ  রমজানের ৬০ শিক্ষা pdf বই ডাউনলোড

দ্বন্দ – সংঘাত ফিংনা তথা আইন ভাঙার প্রবনতা বহু ধারার ব্যাপকভাবে আত্নপ্রকাশ করবে । ইমাম মাহদী ]আঃ] এর আগমনের পূর্বে নরহত্যা মহামররির মত সমাজজবিনকে অতিষ্ঠ করে তুলবে । বিশ্বব্যপী দ্বন্দ বিশৃংখলা যুদ্ধ সংঘাত সৃষ্টি হয়েছেন ।

সঙঘাত , বিবাদ ., বিরোদ , নিষ্ঠরতার ব্যাপ্তি ও ভয়াবহতা এমবাবে বৃদ্ধি এবং বিস্কুট হবে যে মহিলা এবং শিশুদেরওে নির্বিচারে হত্যা করা হবে । সমগ্র পৃথিবীরজুড়ে যখন, প্রবঞ্চনা . ষড়যন্ত. মিথ্যাচার গুপ্তহত্যা শঠতা প্রবনতাবাবে তিনি তখন আবির্ভাব হবেন মুসলিম উম্মাহর প্রতি অত্যচার এবং নির্যাতন বৃদ্ধি পাবে । মসজিদ এবং উপাসনালয় ধংস করবে । ধর্মীয় বিধিবিধান নিষেধ তবুও ব্যাপকভাবে অমান্য করা হচ্ছে।

আরও দেখুনঃ মহিলাদের প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড

নিচে ইমাম মাহদির আগমন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

ইমাম মাহদির আগমন pdf বই ডাউনলোড

 

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক     
বইয়ের সাইজঃ . MB
প্রকাশ সালঃ  ইং
বইয়ের লেখকঃ আদনান আক্তার (হারুন ইয়াহিয়া)
অনুবাদঃ এ.এন.এম.এ মোমিন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ

Join Our Facebook Group

বইটি সম্পর্কে আপনার মূল্যবান রেটিং দিন?

Click on star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this book.

As you found this post is useful...

Follow us on social media!

We are sorry that this book was not useful for you!

Let us improve this post!

Tell us how we can improve our site?