উপ মহাদেশ
উপ মহাদেশ pdf বই ডাউনলোড। তাঁর কাছে সাহায্য চাই , তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি । আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্টা ও আমাদের কর্মসমূহের খারাবী থেকে আশ্রয় কামনা করি । আল্লাহ যাকে হিদায়াত দেওয়ারও কেউ নেই ।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই । তাঁর কোনো শরীক নেই । আরো সাক্ষ্য দিচ্ছি , মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল অ সালাত নাযিল হোক তার ওপর , তাঁর পরিবার – পরিজন ও তার সাহাবীগণের ওপর।
আরও দেখুনঃ গুজরাত ফাইলস pdf বই ডাউনলোড
এবং যারা কিয়ামত অবধি ইহসানের সাথে তাদের অনুসরন করেন তাদের ওপর । আল্লাহ রাব্বুল আলামীন স্বীয় বান্দদের প্রতি অধিক দয়ালু ও ক্ষমাশীল । তিনি তার বান্দাদের যে কোনা উপায়ে ক্ষমা করতে ও তাদের প্রতি সহানুভুতি প্রদর্শন করতে পছন্দ করেন । আমরা সরল পথে চলতে চাই , হক জানতে চাই । অথচ সুপথ পেতে হলে রব ।
হিসাবে আল্লাহকে মানতে হবে , তাগুতকে বর্জন করতে হবে , জীবনাদর্শ হিসাবে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরন করতে হবে এবং। তাকে অনুকরণীয় আদর্শ হিসেবে মানতে হবে । রাসূলের জীবনেই আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ । জীবনের সকল ক্ষেত্র থেকে বাতিল আর্দশ ।
আরও দেখুনঃ ফিলিস্তানের স্মৃতি pdf বই ডাউনলোড
পরিত্যাগ করতে হবে। মহা উপদেশ , গ্রন্থটির মূল আরবী শিরোনাম হলো , আল ওয়াসিয়্যতুল কুবরা – এর লেখক হলেন বৈপ্লাবিক সংস্কারক আল্লাহ তাকী উদ্দীন আহমদ ইবন আব্দল হালিম ইবন তাইমিয়্যাহ তিনি এ বইটি বিশেষ একটি পেক্ষাটকে কেন্দ্র করে লিখন । পঞ্চম শতাব্দীতে ইরাকের মূসেল শহরে শাইখ আদি উবন মুসাফির আল – উমুবী আল – হাক্ক্রী রহ ।
নামে একজন প্রখ্যাত আলেমে দীন বসবাস করতেন । তিনি একজন বিশিষ্ট আলেম ছিলেন । আল্লাহর নেক বান্দাদের মর্ধে তিনি ছিলেন একজন গুরূত্বপূন্য নেক বান্দা । কুরআন ও সুন্নাহের অনুসারী বড় বড় শাইখদের মর্ধে তিনিও ছিলেন অন্যতম । তৎকালীন সময়ে উম্মতের মধ্যে তার গ্রহনযোগ্যতা ছিল
আরও দেখুনঃ দ্য ক্রসিং pdf বই ডাউনলোড
নিচে উপ মহাদেশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.93 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শাইখল ইসলাম আহমাদ ইবন তাইম্যিায়হ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ