কাসরুল আমাল pdf বই ডাউনলোড। হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত । তিনি বলেন- একবার রাসূলুল্লাহ সাঃ একপাশ থেকে আমাকে ধরে বললেন- হে আব্দুল্লাহ ইবনে উমর ! তুমি দুনিয়াতে এমনভাবে থাক যেন তুমি একজন অপরিচিত এবং পথচারী মুসাফির। আর তুমি নিজেকে কবরবাসী মনে করবে। হযরত মুজাহিদ রহঃ বলেন- এরপর হযরত ইবনে উমর রাঃ আমাকে বলেন, হে মুজাহিদ! তুমি যখন সকালে উপনীত হও তখন সন্ধ্যার চিন্তা করো না।
আর যখন সন্ধ্যায় উপনীত হও তখন সকালের চিন্তা করো না। মৃত্যুর জন্য নিজের জীবন থেকে পুজিঁ সংগ্রহ কর। অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যবান মনে কর। কেননা হে আল্লাহর বান্দা ! তুমি জাননা আগামীকাল তোমার কি নাম হবে (জীবতি না মৃত)। {রিওয়ায়াত:১}।
আরও দেখুনঃ কালান্তরে দৃষ্টিপাত pdf বই ডাউনলোড
হযরত আলী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- আমি তোমাদের ব্যাপারে যে দুটি বিষয়ের সবচেয়ে বেশী ভয় করি, তা হলো খাহিশাত বা প্রবৃত্তির অনুসরণ এবং দীর্ঘ আশা । প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক পথ থেকে সরিয়ে দেয় আর দীর্ঘ আশা জন্ম নেয় দুনিয়ার মহব্বত থেকে । অতঃপর তিনি বলেন- দুনিয়াতো আল্লাহ তাআলা ঐ ব্যক্তিকেও দান করেন যাকে পছন্দ করেন ।
শয়তান আমাদের সব সময়ই ধোকা দিবে ।
এবং তাকেও দান করেন যাকে পছন্দ করেন না। কিন্তু যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে মহব্বত করেন, তখন তাকে ইমান দান করেন। শোন! কিছু লোক হয় দীনের জন্য আর কিছু লোক হয় দুনিয়ার জন্য। অতএব তোমরা তাদের মত হও, যারা দীনের জন্য হয়। আর তাদের মত হয়ো না, যারা দুনিয়ার জন্য হয়ে থাকে।
আরও দেখুনঃ ওয়াদা পূর্ণ করা pdf বই ডাউনলোড
শোন! দুনিয়া তোমাদের থেকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে আর আখিরাত ক্রমে সামনে আসছে। জেনে রাখ! তোমরা এমন দিনে আছ যেখানে আমল করতে হয়, হিসাব দিতে হয় না। অচীরেই এমন দিন আসবে যেখানে হিসাব দিতে হবে, আমল করা যাবে না। [রিওয়ায়াত:৩]
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন- আমি আমার উম্মতের ব্যাপারে যে বিষয়ের সবচেয়ে বেশী ভয় করি, তা হলো খাহিশাত বা প্রবৃত্তির অনুসরণ এবং দীর্ঘ আশা। প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক পথ থেকে সরিয়ে দেয় আর দীর্ঘ আশা আখিরাত থেকে গাফিল করে দেয়। {কানযুল উম্মাল, হাদীস: ৪৪১৬৭}।
আরও দেখুনঃ ইলম হাসিল সম্পর্কে পূর্বসুরীদের বাণী pdf বই
নিচে কাসরুল আমাল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুস সাআদাত বইয়ের ধরণঃ ইসলামিক কিতাব বিষয়ক বইয়ের সাইজঃ 31.7 MB প্রকাশ সালঃ ২০১৮ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ