ত্রিশহাজার খ্রিস্টানের গুরু যেভাবে মুবাল্লিগ pdf বই। পুরো বাংলাদেশে খ্রিষ্টান মিশনারীরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ঝাপিয়ে পড়েছে। তারা রাত দিন বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের চেষ্টায় মুসলমানেরা দলে দলে দলে খ্রিষ্টধর্ম গ্রহণ করতে লাইন ধরেছে। না বুঝে ঝাঁপ দিচ্ছে আগুনে, জ্বলতে যাচ্ছে চিরস্থায়ী জাহান্নামে।
খ্রিস্টানেরা সাধারণত তিন শ্রেণির মানুষকে টার্গেট বানায় ১. অজ্ঞ ২ দরিদ্র ৩. সরল। কুরআনের অপব্যাখ্যা করে, লোভ দেখিয়ে সাধারণ মানুষকে খ্রিষ্টান বানায়। বিভিন্ন গির্জা প্রতিষ্ঠা করে। কোথাও আবার এবাদতখানা নামে গির্জা কায়েম করে।
আরও দেখুনঃ ছাদেকপুর পাটনা pdf বই ডাউনলোড
যেখানে ভেতরে ভেতরে বড় একটি অংশ খ্রিস্টান হয়ে যায়, সেখানেই তারা গির্জা প্রতিষ্ঠা করে। বিভিন্ন গির্জা ও মুরতাদ হওয়ার খবর প্রায়ই আসতে থাকে। খবর পেয়ে হৃদয়ে অস্থিরতা, হাহুতাশ ছাড়া আর কিছু করার থাকে না। এমনিভাবে একদিন খবর এলো জামালপুর জেলার মাদারগঞ্জ থাকা থেকে।
আমার এক বন্ধু যিনি সেসময় জামিয়া হুসাইনিয়া মেলান্দহ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, তিনি ফোনে খবর দিলেন মাদারগঞ্জে একটি মুসলিম গ্রামে খ্রিস্টানদের গির্জা প্রতিষ্ঠা হয়েছে। এখানে দাওয়াতি কাজ করা প্রয়োজন। অনেক সময় বিভিন্ন খবর আসে, কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রে তেমনটা হয়না।
আরও দেখুনঃ খাসী দ্বারা কোরবানী করার শরয়ী বিশ্লেষন pdf বই
তাই ঘটনাটি যাচাই করার জন্য সফর করলাম জামালপুরে। সাথে ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধুবর জনাব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহতে। তিনি ছিলেন এই সফরের রাহবাব। মেলান্দহ থেকে আমিনুর ভাইয়ের মোটরসাইকেলে চড়ে গেলাম মাদারগঞ্জ থানার কয়লাকান্দী গ্রামে। সাথে ছিলেন মুফতী গোলাম রাব্বানী সাহেব ও মেলান্দহ মাদরাসার মুহতামিম মুফতী সামসুদ্দিন সাহেব।
আরো ছিলেন মুফতী আমিনুল ভাই। কয়লাকান্দি গ্রামটি হলো যমুনার চরে। রাস্তা-ঘাট তেমন সুবিধার না। রাস্তা পাশে প্রতিষ্ঠিত মুসলমানদের গ্রামে স্কুলের নামে এক বিশাল গির্জা। চতুর্দিকের দেওয়ালে ঘেরা সেই গির্জাটি। সেখানে কর্মরত আছেন দুজন খ্রিস্টান। তবে তিনি হিন্দু থেকে খ্রিস্টান হয়েছেন।
আরও দেখুনঃ গল্পের মাধ্যমে জ্ঞান pdf বই ডাউনলোড
নিচে ত্রিশহাজার খ্রিস্টানের গুরু যেভাবে মুবাল্লিগ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.24 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ