ধর্মহীনতার ভয়াল স্রোত pdf বই ডাউনলোড। ইসলামের ইতিহাস অসংখ্য ধর্মত্যাগের ঘটনার সাক্ষী হয়েছে। যার মাঝে সর্ববৃহৎ ও গুরুতর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনতেকাল-পরবর্তী আরব গোত্রগুলোর দলে দলে ইসলাম ছেড়ে বেরিয়ে যাওয়া। এক মহাবিদ্রোহ দানা বাঁধতে শুরু করেছিল, আবু বকর সিদ্দিক রা. তার অবিচল ঈমান ও অসাধারণ দৃঢ়তায় তাকে মাতৃগর্ভেই দাফন করে দিয়েছেন। ইতিহাসে এমন দৃঢ়তা নজিরবিহীন।
এ ধরণের আরেকটি বৃহৎ ধর্ম ত্যাগের ঘটনা ঘটেছে। স্পেনে। মুসলমানদের বিতাড়ানের পর সেখানে খ্রিষ্টধর্ম গ্রহণের হিড়িক পড়ে যায়। এই মহামারি ছড়িয়ে পড়ে সেসব রাষ্ট্রেও, পশ্চিমা খ্রিস্টান রাস্ট্রগুলো যেখানে আধিপত্য বিস্তা করেছে এবং খ্রিষ্টান পাদরি ও মিশনারি শক্তিগুলো তাদের তৎপরতা চালিয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- গোনাহ ও তাওবা pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত করুন pdf বই ডাউনলোড
- আজকের দুনিয়ায় ইসলাম pdf বই ডাউনলোড
- ইসলামের নামে ভ্রান্ত আকিদা pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
এর বাইরে ভারতবর্ষের অর্ধশিক্ষিত ও দুর্বলচিত্তের মুসলমানদের ইসলামধর্ম ত্যাগ করে হিন্দু বা আর্য ধর্মমত গ্রহণ করার কথাও উল্লেখ করা যায়। তবে এগুলো খুবই বিরল ঘটনা। সত্যি বলতে, দুর্ভাগা স্পেনের ঘটনাকে বাদ দিলে যদি প্রকৃত অর্থেই তাকে রিদ্দাহ বা ধর্মত্যাগ বলা যায় ইসলামের ইতিহাস ব্যাপক ধর্মত্যাগের সঙ্গে প্রায় পরিচিত নয় বললেই চলে। যার স্বীকৃতি দিয়েছেন ধর্মীয় ঐতিহাসিকরাও ।
এই ধরণের তাবৎ দুর্ঘটনায় সবসময় দুটি কমল ফলাফল দেখা গেছে: এক. মুসলমানদের পক্ষ থেকে তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ। দুই. মুসলিম সমাজ থেকে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সুতরাং যেই তার দ্বীন ধর্ম ছেড়ে মুরতাদ হয়ে যেত সে মুসলমানদের তীব্র ক্রোধের মুখে পড়ত এবং মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত যে সমাজে সে এতদিন বসবাস করেছে। এবং কেবলই মুরতাদ হয়ে যাওয়ার কারণে কাছের আত্মীয়স্বজনের সঙ্গে তার সব ধরণের রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যেত ।
রিদ্দাহ বা ধর্মত্যাগের অর্থই ছিল এক সমাজ থেকে অন্য সমাজে পরিবর্তিত হওয়া এবং এক জীবন ছেড়ে অন্য জীবনে চলে যাওয়া। পরিবার তাকে ছেড়ে দিত, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করত এবং তাকে দূরে সরিয়ে দিত। ফলে তাদের মাঝে থাকত না কোনো বৈবাহিক আত্মীয়তা, স্বামী-স্ত্রী সম্পর্ক, ভ্রাতৃত্ব,ও উত্তরাধিকার।
নিচে ধর্মহীনতার ভয়াল স্রোত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সঞ্জীবন প্রকাশন |
বইয়ের ধরণঃ | ধর্ম বিষয়ক |
বইয়ের সাইজঃ | 17.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সাইয়িদ আবুল হাসান আলী নদবি রহ. |
অনুবাদঃ | হাসান আজীজ |