নির্বাচন ভোট সংক্রান্ত যুক্তি
নির্বাচন সংক্রান্ত যুক্তি pdf বই ডাউনলোড। ভোট সংক্রান্ত মারকাযের একটা ফতোয়াকে কেন্দ্র করে নানানজন নানান কিছু বলছেন। একজনকে বলতে দেখলাম , রাজনৈতিক দর্শন, আধুনিক জাতীয়রাষ্ট্র, তার কাঠামো, তার বিকাশের ইতিহাস, জাতীয়রাষ্টের আভ্যন্তরীন ডাইনামিক্স, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি এবং ইত্যাদির সাথে আকিদার সম্পর্ক নিয়ে।
তার বা তাদের মানে মারকাযের জানাশোনার পরিধি সীমিত অথবা এগুলোর শিকড়কে চ্যালেঞ্জ করার সাহস যুক্তিযুক্ত ও বোধগম্য কারণেই নাই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কিতাবুল ঈমান pdf বই ডাউনলোড
- আইন বানানোর কুফর pdf বই ডাউনলোড
- শিশুর নাম নির্বাচন pdf বই ডাউনলোড
- হযরত আব্দুল কাদের জিলানী pdf বই ডাউনলোড
- অপরাধ শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
এসব বিষয়ে তাহলে আমরা কাকে ও কাদেরকে বিজ্ঞ হিসেবে ধরে নিবো? কাদের গবেষণা ও বক্তব্যের উপর আস্থা রাখা যায়? কাদের গবেষণা ও ইলমের উপর আস্থা রেখে এমন বক্তব্যদাতারা মারকাযের বক্তব্যকে ফেলে দিচ্ছেন? বিষয়গুলো আমার মনে হয় ক্লিয়ার হওয়া দরকার। কিন্তু তাদের কথাবার্তায় সেটা ক্লিয়ার থাকে না। অথচ এটা জরুরি।
কারণ কাদের থেকে ইলম নিবো ও কাদের বক্তব্য গ্রহন করবো এর আগে তাদের অবস্থা ও ইলমী মাকাম বুঝাটা জরুরি। অন্তত মুনাকাশার জন্য হলেও । মারকাযের প্রতিটি হরফ বিশুদ্ধ হতে হবে এমন কোন কথা নাই। ভুল তাদের থেকেও হতে হবে। কিন্তু সেটা আসলেও ভুল কিনা তা খতিয়ে দেখার জন্যিই উপরোক্ত বিষয়গুলো জানা অপরিহার্য।
কেউ হয়তো বলবেন, কুরআন হাদিসে খুজুন। সমাধান পেয়ে যাবেন । মুশকিল হলো আমার ব্যাক্তিগত ভাবে কুরআন হাদীসের অগাধ জ্ঞান নাই। তাই বহুক্ষেত্রেই যাদের জ্ঞান আছে তাদের থেকে জেনে নেই। তাদের শরনাপন্ন হই। আর যদি ধরেও নেই আমি কুরআন হাদীস থেকে ঘেঁটে সমাধান জেনে নিলাম। কিন্তু সাধারণ পাবলিকের জন্য এক্ষত্রে নির্দেশনা কী হবে?
তাদের কে ও কি বলঅ হবে, কুরআন হাদীস থেকে খুজে নেন? এটা তো অসম্ভব ও অযৌক্তিক। তাই অন্তত তাদের জন্য হলেও ফিকহ-ফতোয়া ও শরীয়তের বয়ানের আস্থাবান প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের সন্ধান দেওয়া কর্তব্য আমার এসব ভাইদের । কিন্তু তাদের বক্তব্যে এই বিষয়গুলোর অনুপস্থিতি প্রবলভাবে বিদ্যমান থাকে।
নিচে নির্বাচন ভোট সংক্রান্ত যুক্তি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ নির্বাচন বিষয়ক বইয়ের সাইজঃ 16.7 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ