পর্ণোগ্রাফি নীরব ঘাতক pdf বই ডাউনলোড। বাইরের দেশে ইন্টারনেট পর্ণের প্রচুর ব্যবহারকারী থাকলেও বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। সম্প্রতি প্রায় ২০০০০ এর মত পর্ণোপ্রাফিক ওয়েবসাইট বিটিআরসি বন্ধ করে দিয়েছে কিন্তু এর পরেও মানুষ বিভিন্ন অসুদপায় অবলম্বন করে সেসব ওয়েবসাইটব্যবহার করছে। এর পিছনে কারণ কার? কেন মানুষ চাইলেও এই ঘৃণ্য স্বভাব ছাড়তে পারছে না যা তাদের ঈমানকে পুরোপুরি বিনষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।
আমি এমনটাও শুনেছি যে ৬-৭ বছরের বাচ্ছারা ও এতে আসক্ত অথবা কোন না কোনভাবে এসবের সংস্পর্শে এসেছে। বড়দের ভেতরেও ৯৯ শতাংশ মানুষই কোন না কোনভাবে জীবনে ইচ্ছায় বা অনিচ্ছায় খারাপ কিছু দেখে ফেলেছে। ৭-৮ বছর আগের রির্পোট অনুযায়ী দেশে দৈনিক ২ কোটি টাকার পর্ণ বিক্রি হত। বর্তমানে হার কেমন আল্লাহই ভালো জানেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ধৈর্য হারাবেন না pdf বই ডাউনলোড
- জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই
- অশ্রু নয় রক্ত pdf বই ডাউনলোড
- ধৈর্য হারাবেন না pdf বই ডাউনলোড
- আল্লার পথের সৈনিক pdf বই ডাউনলোড
আমাদের যুবসমাজকে এই করাল গ্রাস থেকে মুক্ত করা দরকার, নাহলে আমরা এমন এক প্রুজন্ম গড়ে তুলতে যাচ্ছি যারা নারীদের সম্মান করবেনা, তাদেরকে কেবল এক টুকরো মাংসপিন্ড হিসেবে দেখবে যাদের জন্মেই হয়েছে কেবল পুরুষের শারিরীক তৃপ্তি দেয়ার জন্য, নেট দুনিয়া পর্ণ কিন্তু এই মেসেজটিই বহন করে। কিন্তু আমাদের মুমিনা নারীরা অত্যন্ত সম্মানিত, তাদের কোন মানুষ এরকম বিকৃতভাবে দেখবে এমনটা আমার-আমাদের দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনা।
তাদের সম্মান, সম্ভ্রম এর মূল দুনিয়ার সকল সম্পদের চাইতেও বেশি। এই রামাদানেও অনেক ভাই পর্ণোগ্রাফি ছাড়তে পারছেন না। তাদের জন্য সতর্কতাস্বরূপ এই সিরিজটি লিখা হবে পাচঁ পর্বে যেখানে বিভিন্ন ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করব, আমাদের প্রিয় ভাইয়েরা এই অন্ধকার জগত থেকে বের হয়ে সূর্যর আলোয় নিজেকে রাঙ্গাতে পারবেন।
বি.দ্রঃ মূল অ্যানিমেটেড বিডিও সিরিজ যার উপর ভিত্তি করে লিখা হয়েছে নিম্নোক্ত লিখাটি তা ডা. গ্যারি ইউলসন এর বই ইউর ব্রেইন অন পর্ণ। এর উপর ভিত্তি করে রচিত। পর্ণাসক্ত অনেক ভাইদের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে। তারা মনে করেন যে বিয়েই এই সমস্যার একমাত্র সমাধান। কিন্তু দেখা গিয়েছে, যেসব ভাইয়েরা বিয়ের আগেও পর্ণোগ্রাফিতে আসক্ত ছিলেন।
বিয়ের পরেও তা বদলায়নি। অন্যদিকে, তারা স্ত্রীদের সাথে মিলিত হবার চাইতে পর্ণোগ্রাফিতে বেশি আগ্রহী থাকেন। এর কারণ, পর্দার তারকার ফেক দেহের মত করে তার স্ত্রী নিজেকে উপস্থাপন কখনো নিজেকে করতে পারবেন না। তাছাড়া যৌনতা সম্পর্কে এক ধরণের বিকৃত ধারণাও এতের মধ্যে তৈরী হয়।
নিচে পর্ণোগ্রাফি নীরব ঘাতক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.00 MB |
প্রকাশ সালঃ | ২০২০ |
বইয়ের লেখকঃ | ওয়ায়েল ইব্রাহীম |
অনুবাদঃ | শাহেদ হাসান |