পারিবারিক সংকটে নবিজির উপদেশ pdf বই ডাউনলোড। আমার দরকারি জিনিসগুলো সে গুরুত্বের চোখে দেখে না। দুই হাজার দীনার মূল্যের একটি চুড়ি আম্মা আমাকে গিফট করেছিল। সেটা ভেঙে যাওয়ার পর তাকে বলেছিলাম ঠিক করতে। সেটা কয়েক মাস ধরে তার সামনে টেবিলেই পড়ে আছে। যতবার তাকে মনে করিয়ে দিই সে বলে, আজ না হলে আগামীকাল।
সে একজন। স্বার্থপর। আমার থেকে নিজেকে বেশি গুরুত্ব দেয়। কখনো এমন হয় যে আমরা দুজন কাজ সেরে দেরি করে ফিরেছি, ঘরে কোনো খাবার নেই। এমন সময় তার কোনো বন্ধু তাকে খেতে দাওয়াত করলে সে বেরিয়ে যায়; আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসাও করে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- গোনাহ ও তাওবা pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত করুন pdf বই ডাউনলোড
- আজকের দুনিয়ায় ইসলাম pdf বই ডাউনলোড
- ইসলামের নামে ভ্রান্ত আকিদা pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
তার সাথে যে সময়টুকু কাটে, সেটা কোয়ালিটি টাইম হয় না। সে কেমন যেন অন্যমনস্ক থাকে। আমাদের শরীর কাছাকাছি থাকলেও মন থাকে অনেক দূরে। কর্মক্ষেত্রের সমগুলো সে ঘরে নিয়ে আসে। তার সাথে আমি নিজেকে নিরাপদ অনুভব করি না। ওদিকে আমার সাথে তার আনন্দের বিষয়গুলোও ভাগাভাগি করে নেয় না। তার সাথে কোন বিষয়ে লম্ব লম্ব সময় কথা বললে সে বাধা দিয়ে সংক্ষিপ্ত করতে বলে।
আমাকে বেশি প্রশ্ন করতে দেখলেই গজগজ করে ওঠে। আমার প্রতি সে আর আকৃষ্ট নয়। এর চেয়েও কষ্টের বিষয় হলো সে আমার চেয়ে তার নারী সহকর্মীদের বেশি গুরুত্ব দেয়, তাদের সাথে হাসিখুশি ও অত্যন্ত মিশুক সময় কাটায়। আমার জন্য গাড়িতে দুই মিনিটও বেশি অপেক্ষা করতে হলে সাথে সাথে রেগে যায়।
ওদিকে একবার তার এক নারী সহকর্মী পনেরো মিনিট দেরি করেছিল। আমরা দুজন বসেছিলাম। তারপর যখন সে এসে সরি বলল, তখন তার উত্তর ছিল, না’না, কোনো সমস্যা হয়নি! একবার আমি তার মোবাইল নিয়েছিলাম এবং তার এক নারী সেক্রেটারিকে তার নামে একটি মেসেজ করেছিলাম। তাতে বলেছিলাম, আপনি শুভসকাল, শুভসন্ধ্যা এই জাতীয় মেসেজ করা থেকে বিরত থাকবেন।
এমনটি করেছিলাম তাকে ভালোবেসে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে। পরে যখন সে এ বিষয়টি জানতে পারে তখণ আমার উপর প্রচন্ড রাগ করে এবং কয়েকদিন সব রকমের কথা-বার্তা বন্ধ রাখে। আবার তার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখে যাতে আমি তা খুলতে না পারি।
নিচে পারিবারিক সংকটে নবিজির উপদেশ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সত্যায়ন প্রকাশন |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 14. MB |
প্রকাশ সালঃ | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | ড. ইয়াদ কুনাইবি |
অনুবাদঃ | আব্দুল্লাহ ফয়সাল |