প্রিয় নবীর অনুপম সৌন্দর্য pdf বই ডাউনলোড। প্রিয় নবীর অনুপম সৌন্দর্য pdf বই ডাউনলোড। * ইউসূফ (আঃ) ছিলেন সৌন্দর্যে অতুলনীয় । ঈসা (আঃ) (আল্লাহ তায়ালার ইচ্ছায়) মৃতকে জীবিত করতে পারতেন। আর মুসা (আঃ) শুভ্র হস্ত প্রদর্শনের মোযেজার অধিকারী ছিলেন, তারা সকলে মিলে যে সকল সৌন্দর্যের অধিকারী ছিলেন আপনি একাই ছিলেন সে সবের অধিকারী।
বস্তুত উন্নত সামাজিক আদর্শের নির্দেশনা প্রদান ও সে অনুযায়ী শিক্ষা গ্রহনের মাধ্যমে মানুষ যেন পার্থিব ও পরকালীন জীবনে সুখি হতে পারে সেই জন্য আহবান জানান হয়েছে ইসলামে । এই জন্য আখিরী নবী সা. এর অনুসারীরা পৃথিবীতে যেখানেই গিয়েছেন সেখানকার বাসিন্দারা প্রথমেই মুগ্ধ হয়েছে। তাদের আদর্শগত সৌন্দর্য দেখে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
বিশ্বব্যাপী ইসলামের প্রসারে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে । মুসলমানদের নৈতিকতা ও সৌজন্যমূলক আচরন । মুসলিম উম্মাহর চারিত্রিক নিষ্কলুতা, অকৃত্রিমতা ও সৌন্দর্যের মাঝে সন্ধান পেয়েছে সাচ্ছন্দময় জীবনের রূপরেখা। সে কারণেই প্রত্যক্ষ দাওয়াতের চেয়ে পরোক্ষ দাওয়াত বা সুন্দর জীবনাদর্শের প্রভাব প্রধান ভুমিকা পালন করেছে ইসলামের প্রচার ও প্রসারে, বিস্তার ও গ্রহনযোগ্যতায় ।
পরিতাপের বিষয় হল যে, আমরা আমাদের সে গৌরবময় নীতি নৈতিকতা সৌজন্যতাবোধ হারিয়ে ফেলেছি। তথ্য সন্ত্রাসের প্রলয়ংকারী সিডরে অনেক আধূনা শিক্ষিত মহল ধারণা করে বসেছে যে, (নাউযুবিল্লাহ) মুহাম্মাদ সা. এর জীবনে “দাঙ্গা হাঙ্গামা” ব্যতিরেখে উত্তম কোন আদর্শ ছিল ন। অথচ আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন। رسول اللهِ أسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا )
“তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ” (সূরা আহযাব আয়াত ২১)
অনেক দিন থেকে ইচ্ছেছিল এই বিষয়ে কিছু লিখে দরবারে নববী থেকে “আলো” সংগ্রহ করার। কিন্তু নানা কারণে তা আর সম্ভব হয়নি।
নিচে প্রিয় নবীর অনুপম সৌন্দর্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 15.3 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাঃ মুফতী আব্দুর রাহমান কাউছার মাদানী |
বইয়ের অনুবাদকঃ |