ফিলিস্তানের স্মৃতি
ফিলিস্তানের স্মৃতি pdf বই ডাউনলোড। অনেক মুসলমান ভাই আছে, যাঁরা শহীদ ড. আবদুল্লাহ আযযাম সম্পর্কে ভালো জানেন। না। যারাঁ তারঁ লেখাগুলো পড়েন নি বা তিনি বা বলেছেন সে সম্পর্কে ধারণা রাখেন না তারাঁ হয়তো অবচেতনভাবে মনে করবেন।
তিনি আফগানিস্থান নিয়েই মগ্ন ছিলেন: ফিলিস্তি নেব কথা বুলে ছিলেন এবং ফিলিস্তিনের জন্য কোনো কাজ করেন নি। এমনকি ফিলিস্তিনের জন্যে কোনো কাজ করেন নি। এমনকি ফিলিস্তানের অনেক মুসলমান ভাই এ-ধরণের কথা বলেন এবং বেশ স্পষ্টভাবেই বলেন।
আরও দেখুনঃ দ্য ক্রসিং pdf বই ডাউনলোড
শহীদ ড. আবদুল্লাহ আযযাম রহ. এর বক্তৃতাসংকলন যিকরাইয়াতু ফিলিস্তিন-এর অনুবাদ ধারাবাহিকভাবে মাসিক রহমতে প্রকাশিত হয়েছিলো। এবার গ্রন্থাকারে প্রকাশিত হলো। এ- বইয়ে ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের কাহিনি, আরব নেতাদের ধারাবাহিক বিশ্বাসঘাতক এবং ইসরাইলের সঙ্গে তাদেরঁ আতাঁত, ইসলামের আন্দোলনের বিকাশ ও সঙ্কোচন ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
এ বইয়ে এমনকিছু ঘটনা ও তথ্যের বর্ণনা আমরা পাই যে-সম্পর্কে আমাদের ধারণা ছিলো বা এ-ধরণের ঘটনা ঘটতে পারে বলে আমাদের মনে হয়নি। বর্তমানে যে-ফিলিস্তিন-সঙ্কট চলছে এবং ইহুদিদের বিরুদ্ধে কিছু মানুষের যে-সংগ্রাম অব্যাহত আছে তা বোঝার জন্য এ-ঘটনাগুলো জানা জরুরি।
আরও দেখুনঃ আক্বিদা ওয়াসেত্বিয়া pdf বই ডাউনলোড
আমাদের মনে হয়, ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের এক মহান সৈনিকের আত্মস্মৃতি বাংলাভাষায় এটাই প্রথম। কারণ, এ-ধরণের বই কখনো আমাদের গোচরীভূত হয় নি। ফিলিস্তিন-বিষয়ে আবদুল্লাহ আযযামের আরও রচনা আছে: আমরা আশা করি, অচিরকালের মধ্যেই সে-রচনাগুলো অনুবাদ পাঠকের সামনে উপস্থিত করতে পারবো।ৎ
আমি আরবি থেকে হুবহু বাংলা অনুবাদ করার চেষ্টা করেছি। যেখানে বক্তব্য ছিলো একেবারেই সংক্ষিপ্ত ও দুর্বোধ্য, সেখানে আমি কিছুটা স্বাধীনতা নিয়েছি। বয়ানে উল্লিখিত ব্যক্তিবর্গ সম্পর্কে এবং যেখানে প্রয়োজন মনে করেছি টীকা সংযোজন করেছি। আশা করি, এতে পাঠক উপকৃত হবেন।
আরও দেখুনঃ আন্তর্জাতিক সন্ত্রাসী ইতিকথা pdf বই ডাউনলোড
নিচে ফিলিস্তানের স্মৃতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 23.4 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ শহীদ ড. আব্দুল্লাহ আযযাম রহঃ অনুবাদঃ আব্দুর সাত্তার আইনিডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ