বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতের প্রভাব pdf বই ডাউনলোড। ভারত ও বাংলাদেশের মধ্যে যে কোন সম্পর্ক হোক তা রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামরিক- বুঝতে হলে ইতিহাস পর্যালোচনা করতে হবে। কারণ প্রায় সকল বড় বড় ঘটনাগুলোর সুত্র পেছনের অনেক ইতিহাসের সাথে যুক্ত। তাই আলোচনার শুরু করবো ইতিহাস থেকে দুটি উদ্বৃতি এনে। প্রথম উদ্বৃতিটি হল প্রাচীনর ভারতবর্ষের সম্ট্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর প্রধান অমাত্য কৌটিল্যের, যিনি চানক্য নামে সুপরিচিত।
তার একটি শিক্ষা হল- ক্ষমতা অর্জনের লোভ ও অন্য দেশ বিজয়ের আকাঙ্খা কখনও মন থেকে মুছে ফেল না। সব সীমান্তবর্তী রাজাকে শত্রু বলে মনে করবে। হাজার বছর পর আজও এই মূলনীতির উপরই ভারত আজ কাজ করে যাচ্ছে। এটি ভারতের গোয়েন্দা সংস্থার আজও অক্ষরে অক্ষরে এই মূলনীতি অনুসরণ করে যাচ্ছে।ি
আরও ইসলামিক বই দেখুনঃ
- কালেক্টেড ২০তম pdf বই ডাউনলোড
- মুসলিম বাংলার মনীষী pdf বই ডাউনলোড
- ভারতবর্ষে মুসলামানদের অবদান pdf ডাউনলোড
- উল্টা বুঝিল রাম pdf বই ডাউনলোড
- বাংলাদেশের শিশু সাহিত্য pdf বই ডাউনলোড
দ্বিতীয়টি উদ্বৃতি- ভারত অবশ্যম্ভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্র। ছোট জাতিরাষ্ট্রগুলোর সর্বনাম ঘটবে। তারা সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না। এটা ছিল ভারতের স্বাধীনতার অন্যতম স্তম্ভ পন্ডিত জওহরলাল নেহেরুর বহুল প্রচলিত ইন্ডিয়া ডকট্রিন।
যা এখন নেহেরু ডকট্রিন নামেও পরিচিত। মূলত এর উদ্ভব অখন্ড ভারত- এর ধারণা থেকেই । একে একে কাশ্মীর, হায়দ্রাবাদ, সিকিম নেপাল, শ্রীলংকার তামিল টাইগার এবং ১৯৯১ এর যুদ্ধ এবং তার পর থেকে বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে ইন্ডিয়া ডকট্রিন তার স্বরূপ উন্মোচন করছে সবার সামনে। আমাদের আজকের আলোচনা বিশেষভাবে শুধুমাত্র সামরিক প্রভাবে মধ্যে সীমাবদ্ধ থাকবে ইনশা আল্লাহ।
যদিও অনেক সময়েই সমরনীতি এবং রাজনীতি একে অপরের সীমানা অতিক্রম করে। ৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার আগেই ভারত বাংলাদেশকে গোপন সাত দফা চুক্তিতে আবদ্ধ করে, যার একটি আমাদের আজকের আলোচনার জন্য প্রাসঙ্গিক। তা হচ্চে বাংলাদেশের নিজস্ব কোন সামরিক বাহিনী থাকতে পারবেনা। তাহলে একটি সঙ্গত প্রশ্ন আমাদের সামনে আসে।
যে ভারত বাংলাদেশের স্বাধীনতার সহায়তা করলো কেন তারাই আবার সেই দেশটির সেনাবাহিনীর ব্যাপারে এত উদ্বিগ্ন? সারকথা এই যে- ভারত কখনই চায়নি বাংলাদেশের একটি নিজস্ব প্রশিক্ষিত সেনাবাহিনী থাকুক। শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এটিই ভারতের অবস্থান। সকলকেই এই ইতিহাসটুকু জানার পরে এবার আমরা বাস্তবতার দিকে তাকাতে পারি ইনশা আল্লাহ ।
নিচে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতের প্রভাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল হিকমাহ মিডিয়া |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০২১ |
বইয়ের লেখকঃ | উস্তাদ মিসবাহ আল বাঙালী হাফিযাহুল্লাহ |
অনুবাদঃ |