বিহাইন্ড দ্য ইসলামোফোবিয়া pdf বই ডাউনলোড। ইসলামোফোবিয়ার উৎপত্তির ব্যাপারে বলা হয় যে, পারিভাষিকভাবে এই শব্দটি সর্বপ্রথম যুক্তরাজ্যে ব্যবহৃত হয়েছে। কতিপয় বিশেষজ্ঞের মতে, ১৯৯১ সালে insight নামী আমেরিকান একটি বইয়ে এই পরিভাষা সর্বপ্রথম নজরে আসে সবার। ইটন ডিমেট এবং সুলাইমান বিন ইবরাহিম ১৯২৫ সালে ফ্রান্সে এটাকে পরিভাষা হিসেবে সর্বপ্রথম ব্যবহার করেন।
তাদের ভাষ্য ছিল occes Detive islamphobia, যদিও সে-সময় এই পরিভাষা; বর্তমান ব্যবহারিক পরিভাষার সমার্থক ছিল না। কোনো জিনিস ও কর্মে ভয় পাওয়াকে ফোবিয়া বলা হয়। এজন্য শব্দটি ভিন্নি ভিন্ন পরিভাষার ব্যবহার হয়ে থাকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দ্য প্যান্থার pdf বই ডাউনলোড
- দ্য স্পিরিট অব ইসলাম pdf বই ডাউনলোড
- মিরেকলস অব দ্য কোরআন pdf বই ডাউনলোড
- দ্য ক্রুসেডস pdf বই ডাউনলোড
- দ্য ক্রসিং pdf বই ডাউনলোড
ইসলাম একটি আদর্শিক জীবনব্যবস্থা। সভ্যতার অগ্রযাত্রার ইসলামের ভুমিকা অত্যুজ্জ্বল । ইসলাম তার আবেদন নিয়ে পৃথিবীর মগ্র মানচিত্রে ছড়িয়ে দিয়েছে এক অনুপম প্রাণশক্তি। ইসলামের মহান আদর্শই ইসলামবিদ্বেষীদের প্রতিহিংসার কারণ।
বিশ্বব্যাপী তাদের অনুদার ও সংকীর্ণ প্রচারণায় ইসলামকে প্রতিনিয়ত দানবীয়। রূপে হাজির করা হচ্ছে। প্রোপাগান্ডার মুল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসলামোফোবিয়া তত্ত্ব। ফলশ্রুতিতে আধুনিক বিশ্বের অনেকের কাছেই ইসলাম একটি ভীতিকর শব্দ, তাদের কাছে ইসলাম ধর্মের অনুসারী মানেই সন্ত্রাসী-উপ্রপন্থী।
ইসলামবিদ্বেষী এ মহামারীতত্ত্ব ছড়িয়ে পড়ছে পশ্চিম থেকে প্রাচ্যে; এমনকি বাংলাদেশেও এ তত্ত্বের আমদানি করা হচ্ছে সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতার মোড়কে। বিহাইন্ড দ্য ইসলামোবিয়া বাংলাভাষায় এ বিষয়ে সর্বপ্রথম প্রচেষ্টা। বইটিতে দেশ-বিদেশের গবেষকদের অনুসন্ধানী কলমে উঠে এসেছে পাশ্চাত্যে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে অনৈতিক প্রচারণার স্বরূপ।
বিশ্লেষণী দৃষ্টিতে বয়ান করা হয়েছে কেন পাশ্চাত্য জগতে ইসলাম ও আরববিশ্বকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়, যেমনটা তারা নয়! কেন ইসলামকে অতিরঞ্জিত প্রদর্শনীর মাধ্যমে দানবীয় ও সন্ত্রাসী ধর্মে পরিণত করার চেষ্টা করা হয়। কীভাবে রাজনৈতিক প্রয়োজনকে বৈধ্যতা দিতে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়।আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে বিহাইন্ড দ্য ইসলামোফোবিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 32.05 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | রকিব মুহাম্মদ |
অনুবাদকঃ | হাবিবুর রহমান রাকিব |