মুরুব্বীদের জীবন থেকে pdf বই ডাউনলোড। এবং আমার গৃহকে পবিত্র রাখ তওয়াফকারীদের জন্যে, নামাজে দন্ডয়মানদের জন্যে এবং রুকু- সিজদাকারীদের জন্যে। এবং মানুষের মধ্যে হজ্বের ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পায়ে হেটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর- দূরান্ত থেকে। (সূরা-হজ্ব, আয়াত:২৬-২৭)।
যে ঘরের দিকে দাওয়াত দিব, সে ঘরের পবিত্রতা অবশ্যই নিশ্চিত করতে হবে, নইলে আমাদের দাওয়াত হবে নিস্ফল। হযরত ইউসুফ আঃ জেল থেকে বের হবার আগে নিজ পবিত্রতা সম্বন্ধে সন্দেহ দূর করলেন। সন্দেহ থাকলে তারঁ দাওয়াত গ্রহণযোগ্য হবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অনিঃশেষ আলো ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- বয়ানও খুতবাহ ১ম খন্ড pdf বই ডাউনলোড
- নয়া খুন pdf বই ডাউনলোড
- বয়ানও খুতবা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- এসো জান্নাতের পথে pdf বই ডাউনলোড
এক ব্যক্তি ইয়াজিদ কে আমীরুল মুমিনীন বলেছিল। হযরত উমর ইবনে আব্দুল আজীজ র: এর নির্দেশে তাকে দোররা মারা হয়। এ ঘটনা ইয়াজীদের মৃত্যুর অনেক পরে। আমীরুল মুমিনীন বলাতে বাস্তবে কিছু আসে যায় না। কিন্তু আমাদের মনকে পবিত্র রাখা জরুরী। ইয়াজিদ কে আমিরুল মুমিনীন বলাতে মনের আসন কলঙ্কিত হয়। ‘’প্রত্যেক ব্যক্তিকে তার উপযুক্ত আসনে স্থান দাও’’ {আবু দাউদ শরীফ, উদ্বৃতি: দ্বীনি দাওয়াত}। কাকরাইলের মিম্বরকে পবিত্র রাখাও আমাদের দ্বীনি দায়িত্ব, নিজের মনকে পাক রাখাও আমাদের দায়িত্ব।
ঈমানের প্রধাম আলামত হলো তাকওয়া। আর তাকওয়ার প্রথম ক্ষেত্র মুআ’মালাত অর্থাৎ লেন-দেন ও কামাই-রোজগার। গর্ভনর সাহাবী হযরত উমায়ের ইবনে সা’দ রা: এর পরহেজগারী এবং দরিদ্র জীবন আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত। মেহেনতের উদ্দেশ্য এই তাকওয়া অর্জন করা। -মাওলানা সাদ (দা:বা), বিশ্ব ইজতেমা -২০১৪।
নবী সাঃ এর জীবনে যেমন বরকত ও কল্যান রয়েছে তেমনি তারঁ রেখে যাওয়া দ্বীনি মেহনতেও বরকত ও কল্যান রয়েছে। যতদিন বাংলাদেশবাসী এই দ্বীনি মেহনতের প্রকৃত শুকরিয়া আদার করবে, ততদিন এখানে ইজতিমা হতে থাকবে। যখন এই দ্বীনি মেহনতকে হীনস্বার্থ, ক্ষমতা আর পয়সা উপার্জনের উপায় বানানো হবে, তখণ এখানে ইজতিমাও বন্ধ হয়ে যাবে।
নবী সাঃ যা বলেছেন, তার সবটুকুই নিজের জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন। ননবী মেহনতের সহীহ পদ্ধতি আর সুন্নতি মেজাজ হল সিফাতগুলিকে জীবন দিয়ে দেখিয়ে দেওয়া। কাউকে আগে বাড়ানো, কাউকে পিছিয়ে দেওয়া, কাউকে আক্রমন করা, স্বজনপ্রীতি করা, আঞ্চলিকতাকে প্রশ্রয় দেওয়া, তোষামোদকারী ও ঘুর ঘুর করনেওয়ালাদের বেশি প্রাধান্য দেওয়া, কারো রায় না নেওয়া, অমুকের অমুকের মাশোয়ারা না নেওয়া, আপত্তি উত্থাপনকারীদের কান ধরে বের করে দেওয়া এগুলি ননবী মেজাজ নয়।
নিচে মুরুব্বীদের জীবন থেকে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তাবলিগী কুতুব খানা |
বইয়ের ধরণঃ | দাওয়াত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.18 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আবু নাঈম |
অনুবাদঃ |