লন্ডনের ভাষণের দাতভাঙ্গা জবাব pdf বই ডাউনলোড। বিশ্বের মুসলিম মিল্লাতের আক্বীদা হচ্ছে-প্রিয় নবী হযরত মুহাম্মাদ মোস্তফা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম খোদা প্রদত্ত অদৃশ্য জ্ঞানের অধিকারী। পক্ষান্তরে মওদুদী সাহেব এক্ষেত্রে সাধারণ মুসলমানদের ঈমান ও আক্বিদার সংশয় যোগাচ্ছেন। ফলে কলুষিত হচ্ছে মুসলিম সমাজের ঈমা-আক্বিদা ডেকে আনছে নানা ভ্রান্তি বিভ্রান্তি।
তিনি মওদুদী সাহেব বলেছেন ন বী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম অদৃশ্য জ্ঞানের অধিকানী নন। তাই আমি এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম অদৃশ্য জ্ঞানে অধিকারী কিনা এ প্রসংগে নিন্মে আলোচনা করিছি।
আরও দেখুনঃ আপনার প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
মহান আল্লাহ তায়ালা তার মহান সত্ত্বাগতভাবে গায়িব ও হাজির সর্ব বিষয়ে অবগত আছেন। এতে কারো সন্দেহ থাকার জো নেই। আল্লাহ তায়ালা তারঁ প্রিয় বান্দাদেরকেও গায়েবের জ্ঞান দান করেছেন। বিশেষ করে আমাদের প্রিয়নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম কে তিনি সর্ব বিষয়ে অসাধারণ জ্ঞান দ্বারা ভূষিত করেছেন। পবিত্র কোরান হাদীছ ও বিশিষ্ট উলামায়ে উম্মতের অভিমত এ কথার উপর অকাট্য প্রমাণবহ।
সুতরাং সাধারনভাবে রাছুলে খোদার ইলমে গায়িব বা অদৃশ্য জ্ঞান সম্পর্কে আপত্তি বা অস্বীকারের কোন ভিত্তি নেই। আমি কোরান, হাদীছ ও বিশিষ্ট উলামায়ে উম্মতের অভিমতের আলোকে ইলমে গায়িব প্রমান করার পূর্বে নবী ও গায়িব শব্দ দ্বয়ের সংজ্ঞা এবং গায়িব এর প্রকারভেদ বর্ণনা করার প্রয়োজনে মনে করছি।
আরও দেখুনঃ ইসলামবিরোধীদের জবাব ৩য় খন্ড pdf বই ডাউনলোড
নবী শব্দের অর্থ :- নবী শব্দটি এক বচন। এর বহুবচন হচ্ছে নাবা নাবিয়্যুন শব্দটি ইসমে ফায়েলের ছিগা যার অর্থা হচ্ছে অদৃশ্য জ্ঞানের সংবাদ দাতা। নবী শব্দের অর্থের আলোক সুস্পষ্ট প্রতিভাত হয় যে, রাছুলে খোদা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম অবশ্যই অদৃশ জ্ঞান সম্পর্কে জানতেন।
আর শরীয়তের পরিভাষায় নবুয়তের অর্থ হলো- আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেয়া। আল্লামা কাজী আয়াজ, আল্লামা কুস্তুলানী রহ প্রমুখ অদৃশ্য বস্তু বা বিষয়াদি সম্পর্কে অবহিত করণ বলেও নবুয়ত এর ব্যখা করেছেন। আজ সেটাই আমরা জানব ।
আরও দেখুনঃ অদৃশ্য অনলে জ্বলে সোনার স্বদেশ pdf বই ডাউনলোড
নিচে লন্ডনের ভাষণের দাতভাঙ্গা জবাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 30.7 MB প্রকাশ সালঃ ১৯৯৩ বইয়ের লেখকঃ ফরিদ আহমদ চৌধুরী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ