সহীহ আল বুখারী pdf বই ডাউনলোড। ইসলাম একটি জীবন দর্শন, জীবন বিধান ও জীবন ব্যবস্থা। এর সমগ্র ভিতটিই গড়ে উঠেছে কুরআন ও সুন্নাহর ওপর। কুরআন আল্লাহর বাণী। আল্লাহ তারঁ দূত জিবরীল আমীনের মাধ্যমে সরাসরি এ বাণী পৃথিবীতে পাঠিয়েছেন। রসূলুল্লাহ সাঃ-এর ওপর তা অবতীর্ণ হয়েছে বিভিন্ন সময়ে একাধারে তেইশ বছর ধরে। আর সুন্নাহ হচ্ছে রসূল সাঃ-এর তরীকা বা পদ্ধতি।
কুরআনের নির্দেশগুলো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য রসূলুল্লাহ সাঃ যে পদ্ধতি অবলম্বন করেছেন তা-ই হচ্ছে সুন্নাহ। এজন্য সুন্নাহকে এক পর্যায়ে কুরআনের বিস্তারিত রূপ এবং ব্যাখ্যাও বলা হয়। কুরআন ও সুন্নাহর এ দুটি সম্মিলিতভাবে ইসলামী জীবন দর্শনকে পূর্নতা দান করেছে। কুরআনে বলা হয়েছেঃ তিনি হেদায়াত ও সত্য দীন সহকারে তারঁ নবীকে পাঠিয়েছেন। দুনিয়ার অন্য সমস্ত দীনের ওপর তাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। সূরা আত তাওবাঃ ৩৩।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বুখারী শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
আল্লাহর পক্ষ থেকে তারঁ কাছে শুধুমাত্র হেদায়াত ও সত্য দীন পাঠিয়েই ক্ষান্ত থাকা হয়নি বরং এ হেদায়াত ও সত্য দীনকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্বও তারঁ ওপর অর্পিত হয়েছে। আবার এ প্রসঙ্গে কুরআনে আরো বলা হয়েছেঃ অর্থাৎ- রাসূল তোমাদের কাছে যা কিছু এনেছে তা গ্রহণ কর আর যাকিছু থেকে তিনি তোমাদের নিষেধ করেছেন তা পরিত্যাগ কর। -সূরা আল হাশর-৭
এখানেও মূলত রসূলুল্লাহ সা-কেই আল্লাহর বিধানের একমাত্র মাধ্যম গণ্য করা হয়েছে। এজন্য রসুলের সবরকমের কথা ও কাজকে ইসলামী বিধানের রূপ দেয়া হয়েছে। অথবা বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্য তাকে যে কার্যকর রূপ দিয়েছেন, তা সবই ইসলামী জীবন বিধানের অন্তর্ভুক্ত।
কুরআনে অন্যত্র আরো সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, রাসূলকে শুধুমাত্র কুরআন দেয়া হয়নি বরং কুরআনের সাথে সাথে হিকমতও দান করা হয়েছে। এ হিকমতের মাধ্যমে তিনি লোকদেরকে কুরআনের তালীম দেবেন। আশা করি সহীহ আল বুখারী আপনাদের অনেক উপকারে আসবে অনেক হাদীস মাসআলা, রয়েছে যা আমাদের জীবনে চলার পথে পথে প্রয়োজন হবে। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সহীহ আল বুখারী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 18.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বারদিযবাহ আল বুখারী র |
অনুবাদকঃ | মাওলানাা সাইয়েদ মুহাম্মদ আলী-গং |