সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন
সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন pdf বই ডাউনলোড। সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন? (২) যার কোন কিছুই অসাধ্য নয়, তাকেই বলা হয় সবশক্তিমান। আমরা বলি আল্লাহ সবশক্তিমান । তাহলে তিনি কি এমন একটা পাথর তৈরি করতে পারবেন, যা নিজেই ভাংতে পারবেন না। যদি তৈরি করতে না পারেন, তাহলে সবশক্তিমান কথাটির সঠিক অর্থ রইল না। যদি তৈরি করে ভাংতে না পারেন, তাহলেও সমস্যাটি একই দাড়ালো । তাহলে কি সর্বশক্তিমান কথাটি অর্থহীন একটা শব্দ মাত্র ?
(৩) আল্লাহ যদি সবশক্তিমান হন, তাহলে তিনি এমন একটি পাহাড় বানাতে পারবেন, যে পাহাড় তিনি নিজেই তুলতে পারবেন না। যদি না পারেন তাহলে তিনি সর্বশক্তিমান নন। যদি পারেন, তাহলেও তিনি সর্বশক্তিমান নন, কারণ তিনি ঐ পাহাড় তুলতে পারবেন না। (৪) সৃষ্টিকর্তা কি আরেক সৃষ্টিকর্তা সৃষ্টি করতে পারবেন?
আরও দেখুনঃ সর্বোচ্চ চূড়ার সন্ধানে pdf বই ডাউনলোড
কোন ক্লাস ফাইভের ছেলে মনে হয় এভাবে উত্ত দিবে, হ্যা পারেন, এমন পাথর যা নিজেই ভাংতে পারেন না । কিন্তু ততক্ষন পর্যন্ত তিনি তা ভাংতে পারবেন না, যতোক্ষণ পর্যন্ত তিনি তা না চান। কিন্তু তিনি আবার এটি ভাঙ্গতে পারবেন, যখন তিনি তা চান।
হ্যাঁ পারেন, যদি তিনি চান।
কী ভাই, কি ঘুরাচ্ছে? কিন্তু মহান আল্লাহ এসব কাজ করেন তা জানা যায় না। যে কাজ তাকে দিয়ে মানায় না, তিনি তা করেন বলে, আমারা দেখি না। যেমনঃ আল্লাহ পাক কি ভুল করতে পারেন। হ্যাঁ পারেন, যদি তিনি চান কিন্তু তিনি তা করেন না, আমার পালকর্তা ভ্রান্ত হন না।
আরও দেখুনঃ সংক্ষেপে হেজবুত তৌহিদ পরিচিতি pdf বই ডাউনলোড
আল্লাহ পাক কি কারো প্রাপ্য হক কেড়ে নিতে পারেন? হ্যাঁ তিনি পারেন কিন্তু তিনি তা করেন না।এবং তা নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গও রাখেন না। আসল কাহিনীতে আসেন, আমি যখন ছোট ছিলাম, দাবা খেলায় আমি অনেক ভাল ছিলাম (এখন দাবা খেলি না)
দাবা খেলায় কে কত কম চালে জিততে পারবে এ নিয়ে চিন্তা করতাম, একবার মনে হলো আমি এত চালে জিততে পারি,শেষ বের করলাম সর্বনিম্ন চার বা ছয় মনে নেই চালে আমি জিততে পারবো। এর নিচে কোন চারে কেউ জিততে পারবে না।
আরও দেখুনঃ শামের জিহাদ pdf বই ডাউনলোড
নিচে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.62 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ