১০টি ইসলাম ধ্বংসকারী বিষয়
১০টি ইসলাম ধ্বংসকারী বিষয় pdf বই ডাউনলোড। সমস্ত প্রসংশা আল্লাহ তাআলার জন্য নিবেদিত। দরূদ ও সালাম অবতীর্ণ হোক সেই মহান নবীর উপর যার পরে আর কোন নবী নেই। আরো নাযিল হোক তারঁ পরিবার বর্গ, সহচর বৃন্দ এবং তারঁ হেদায়াতের অনুসারীদের উপর। অতঃপর হে মুসলিম ভাই! এ কথা জেনে নিন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দার উপর ইসলামে প্রবেশ করা।
উহা আকঁড়ে ধরা এবং উহার পরিপন্থী বিষয় থেকে সতর্ক থাকা ফরজ করেছেন। আর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সে দিকে আহবান করার জন্যই প্রেরণ করেছেন। আল্লাহ এই মর্মে ঘোষণা দিয়ে বলেন।
আরও দেখুনঃ বৈশাখ ও নারীর বস্ত্রহরণ pdf বই ডাউনলোড
যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অনুসরণ করবে সে হেদায়াত প্রাপ্ত হবে পক্ষান্তরে যে তারঁ থেকে বিমুখ হবে সে পথভ্রষ্ট হবে। তিনি বহু আয়াতে মুরতাদ মাধ্যমে, শির্ক ও কুফরীর সকল প্রকার হতে সর্তক করেছেন। বিদ্যানগণ মুরতাদের বিধি-বিধান অধ্যায়ে এই মর্মে উল্লেখ করেছেন যে, একজন মুসলমান ব্যক্তির রক্ত ও ধন-সম্পদ হালার কারী বিভিন্ন ইসলাম বিধ্বংসী কার্য কলাপ।
সম্পদনের মাধ্যমে মুরতাদ ও ইসলাম হতে বহিস্কার হয়ে যায়। ইসলাম বিধ্বংসী কাজ হল সর্বমোট ১০ টি যা শাইখুল ইসলাম ইমাম মুহাম্মাদ বিন সুলায়মান আত তামীমী রহিঃ ও অন্যান্য বিদ্ধানগন উল্লেখ করেছেন। আমরা ঐ সকল ইসলাম বিধ্বসী কাজ গুলো নিম্নে সংক্ষিপ্ত কিঞ্চিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনার জন্য উল্লেখ করছি।
আরও দেখুনঃ হিসাব মুযাইয়্যাফের বাছাই স্ট্যাটাস pdf বই ডাউনলোড
যাতে আপনি উক্ত বিষয়গুলো থেকে সতর্ক থেকে অপরকে সর্তক করতে পারেন। ইসলাম বিধ্বংসী কাজ গুলো নিন্মরূপঃ প্রথমঃ আল্লাহর ইবাদতে শির্ক করা। আল্লাহ বলেনঃ নিশ্চয় আল্লাহ তার সাথে শির্ক করারকে ক্ষমা করেন না।
উহা ব্যতিরেকে উহার নিন্ম পর্যায়ের পাপ সবই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। [নিসা:১১৬]।
আল্লাহ তায়ালা আরও বলেন নিশ্চয়ই যে ব্যক্তি শির্ক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম।
আরও দেখুনঃ মীর সালমানের স্ট্যাটাস সমগ্র pdf বই ডাউনলোড
নিচে ১০টি ইসলাম ধ্বংসকারী বিষয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.18 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ