অল্পে তুষ্ট হওয়া
অল্পে তুষ্ট হওয়া pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাদের পর এল অপদার্থ পরবর্তীগণ, তারা নামায নষ্ট করল ও প্রবৃত্তিপরায়ণ হল; সুতরাং তারা অচিরেই অমঙ্গল প্রত্যক্ষ করবে। কিন্তু তারা নয় যারা তাওবা করেছে, ঈমান এনেছে ও সৎকর্ম করেছে।
তারা তো জান্নাতে প্রবেশ করবে; আর তাদের প্রতি কোন যুলুম করা হবে না। (সুরা মারয়্যাম ৫৯-৬০ আয়াত) তিনি আরো বলেন, অর্থাৎ কারূন তার সম্প্রদায়ের সম্মুখে জাকঁজমক সহকারে বাহির হল।
আরও দেখুনঃ অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ pdf বই ডাউনলোড
যারা পার্থিব জীবন কামনা করত তারা বলল, আহা! কারূনকে যা দেওয়া হয়েছে সেরূপ যদি আমাদেরও থাকত: প্রকৃতই সে মহা ভাগ্যবান। আর যাদেরকে জ্ঞান ওয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদের ! যারা বিশ্বাস করেও সৎকাজ করে, তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ। আর ধৈর্যশীল ব্যতীত তা অন্য কেউ পায় না। (সূরা কাস্বাব ৭৯-৮০ আয়াত) আরো অন্য জায়গায় তিনি বলেছেন।
অর্থাৎ এরপরই অবশ্যই সেদিন তোমরা সুখ-সম্পদ সম্বন্ধে জ্ঞিজ্ঞাসিত হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কেউ পার্থিব সুখ-সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্বর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি; সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়। (সুরা বানী ইস্রাঈল ১৮ আয়াত)।
আরও দেখুনঃ অপারেশন কাশ্মীর pdf বই ডাউনলোড
আয়েশা রাদিয়াল্লাহুআনহা বলেন, মুহাম্মদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিজন তারঁ মৃত্যু পর্যন্ত ক্রমাগত দুদিন যবের রুটি পরিতৃপ্ত হয়ে খেতে পাননি। (বুখারী ও মুসলিম ) অন্য এক বর্ণনায় আছে, মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম এর পরিজন মদীনায় আগমনের পর থেকে তারঁ মৃত্যু পর্যন্ত ক্রমাগত তিনদিন পর্যন্ত গমের রুটি পরিতৃপ্ত হয়ে খেতে পাননি।
আয়েশা রাদিয়াল্লাহুআনহা থেকে বর্ণিত, তিনি একবার উরওয়াহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ভগিনীপুত্র ! আমরা দুমাসের মধ্যে তিনবার চাদঁ দেখতাম। কিন্তু এর মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহসমূহ রান্নার জন্য আগুন জ্বালানো হত না।
আরও দেখুনঃ অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জন pdf বই ডাউনলোড
নিচে অল্পে তুষ্ট হওয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 1.47 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ