আল্লাহর নাম ও গুণাবলী
আল্লাহর নাম ও গুণাবলী pdf বই ডাউনলোড।সাবালক মানুষের উপর সর্বপ্রথম যে জিনিস ফরয হয়, তা হল ইলম,অতঃপর আমল, অতঃপর প্রচার এবং সেই তিনে সবর। ইলম অনুসন্ধান করার ব্যাপারে কুরআন আমাদেরকে উদ্বুদ্ধ করে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ জানো, শেখো ও শিক্ষা কর যে, আল্লাহ ছাড়া কোন (সত্য) উপাস্য নেই। (সুরা মুহাম্মাদ ১৯ আয়াত)।
কুরআন কারীমের প্রথম আদেশ ছিল পড়। কিন্তু কোন বিষয় দিয়ে পড়া শুরু করবেন? সর্বপ্রথম কোন বিষয় আপনার জানা ও পড়ার জন্য প্রাধান্য পাবে? নিশ্চয় যে জিনিস আপনার কাছে সবচেয়ে বড়।
আরও দেখুনঃ স্বামী স্ত্রীর অধিকার pdf বই ডাউনলোড
তা ই আপনার কাছে সর্বপ্রথম শিক্ষণীয় হওয়া দরকার। আপনি বিশ্বাস করেন, আল্লাহ আকবার (আল্লাহ সবার চেয়ে বড়) অতএব আল্লাহ সম্বন্ধে জ্ঞানলাভ আপনার কাছে সবার চেয়ে বেশী এবং সবার আগে প্রাধান্য পাওয়া প্রয়োজন। আল্লাহ সম্বন্ধে জ্ঞান ঈমানের প্রথম রুকন।
আল্লাহ সম্পর্কে আমাদের কতটুকু জানা এবং কতটুকু জানতে হবে।
তারঁ নাম ও গুণাবলী সম্বন্ধে সঠিক ধারণা না হলে ঈমান সঠিক হয় না। আর ঈমান সঠিক না হলে হৃদয়ের জঞ্জাল দূর হয় না। আর তা না হলে তো বিপদ বটেই। মহান আল্লাহ বলেন, অর্থাৎ, যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন কাছে আসবে না; সেদিন উপকৃত হবে কেবল সেই; যে আল্লাহর নিকট সুস্থ অন্তঃকরণ নিয়ে উপস্থিত হবে। (সূরা শুআরা ৮৮-৮৯ আয়াত)।
আরও দেখুনঃ সহীহ আকীদার দিশারী pdf বই ডাউনলোড
মহান আল্লাহর ঈমানদারগণকে ঈমান আনার আদেশ দিয়ে বলেন, অর্থাৎ হে বিশ্বাসিগণ! তোমরা আল্লাহকে, তারঁ রাসুলে, তিনি যে কিতাব তারঁ রসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস কর; আর যে কেউ আল্লাহ, তারঁ ফিরিস্তাগণ, তারঁ কিতাবসমূহ, তারঁ রসূলগন এবং পরকালকে অবিশ্বাস করে, সে পথভ্রষ্ট হয়ে সুদুরে চয়ে যায়। (সূরা নিসা ১৩৬ আয়াত)।
আর তারঁ প্রতি ঈমান আনার মৌলিক বিষয় হল তারঁ সত্তা, নামাবলী, গুণাবলী ও কর্মাবলী সম্বন্ধে সঠিক বিশ্বাস রাখা। এ পুস্তিকার অবতারণা এই গুরুত্বের কথা খেয়াল করেই। তাছাড়া যে জিনিসের মর্যদা ও মাহাত্ম্য যত বেশী জানা যাবে তত তার কদর বৃদ্ধি পাবে।
আরও দেখুনঃ সঠিক আকীদা ও পরিপন্থী pdf বই ডাউনলোড
নিচে আল্লাহর নাম ও গুণাবলী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.47 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আব্দুল হামীদ মাদানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ